Ajker Patrika

ঘনকুয়াশায় সৈয়দপুরে উড়োজাহাজ চলাচল বিঘ্ন, দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে বাস-ট্রেন

নীলফামারী প্রতিনিধি
ঘনকুয়াশায় সৈয়দপুরে উড়োজাহাজ চলাচল বিঘ্ন, দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে বাস-ট্রেন

তাপমাত্রার পারদ কমছে উত্তরের জেলা নীলফামারীতে। গত এক সপ্তাহে এ অঞ্চলে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশায় ঢাকা থাকছে চারদিক। আজ বৃহস্পতিবার ঘনকুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে সকালের দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বাস, ট্রেনসহ অন্যান্য যানবাহন।

এদিকে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। ঠান্ডা আর ঘনকুয়াশায় ছিন্নমূল ও তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের কষ্ট বাড়ছে। তবে সরকারের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বুধবারের চেয়ে দশমিক ৩ ডিগ্রি কম। এদিকে কুয়াশার কারণে দৃষ্টিসীমা মাত্র ১০০ মিটার রয়েছে। ফলে বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ সম্ভব নয়। ২ হাজার মিটার দৃষ্টিসীমা পরিলক্ষিত হলে উড়োজাহাজ অবতরণ করতে পারবে। তবে এ ঘনকুয়াশা ১ থেকে ২ ঘণ্টার মধ্যে কেটে যাবে বলেও জানান তিনি।

সৈয়দপুরে এনা ট্রান্সপোর্ট কমিশন এজেন্ট ফয়সাল দিদার দিপু জানান, কুয়াশার কারণে মহাসড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে উত্তরাঞ্চলের পথে ছেড়ে আসা দূরপাল্লার নৈশ কোচগুলো ঘনকুয়াশার কবলে পড়েছে। ধীর গতিতে চলার কারণে এক থেকে দেড় ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে।

নীলফামারী শহরের চৌরাঙ্গী মোড়ের রিকশাচালক আবুল হোসেন জানান, কুয়াশা কারণে বাজারে লোকজন তেমন নেই। দোকানপাট এখনো খোলেনি। সকাল সাড়ে ৯টা বাজে, এখন পর্যন্ত যাত্রী তুলতে পারিনি রিকশায়।

সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন আজকের পত্রিকাকে জানান, ঘনকুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ট্রেনগুলো চলাচল করছে। তবে শিডিউল বিপর্যয় হয়নি। যাত্রীদের উপস্থিতি ছিল স্বাভাবিক।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, দৃষ্টিসীমা কম থাকায় সকাল থেকে ইউএস বাংলা ও নভোএয়ারের মোট দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এর ফলে ওই সব ফ্লাইটের ঢাকাগামী শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে। ঘন কুয়াশা কেটে যাওয়ার পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।

বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয় না। কুয়াশা কেটে গেলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত