Ajker Patrika

গ্রামের মানুষের চলাচলের ভরসা বাঁশের সাঁকো

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গ্রামের মানুষের চলাচলের ভরসা বাঁশের সাঁকো

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় এই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। 

সরেজমিনে গিয়ে জানা যায়, জুমারবাড়ী-সোনাতলা সড়কের পাশে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাজিতনগর বাজারের পশ্চিম পাশে ছোট খালের ওপর নেই কোনো সেতু। এর ফলে কয়েক যুগ ধরে কামালের পাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের হাজার হাজার মানুষকে বাঁশের সাঁকোর ওপর দিয়ে পারাপার করতে হচ্ছে। 

সেতুর অভাবে চরপাড়া গ্রামে কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারেন না। চরবাসী নিজেদের উৎপাদিত শস্য বিক্রির জন্য মাথায় বা কাঁধে করে হাটে-বাজারে নিয়ে যেতে হয়। বর্ষা এলে দুর্ভোগ পৌঁছায় আরও চরমে। 

ওই গ্রামের ভুক্তভোগী আমজাদ হোসেন বলেন, এলাকার লোকজন প্রতি বছর নিজ খরচে বাঁশের সাঁকোটি মেরামত করে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলে তার শুধু আশ্বাস দেন কোনো কাজ হয় না। 

কামালের পাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজুর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সমস্যাটা আমার ইউনিয়নের মানুষের, কিন্তু খালের জায়গা টুকু জুমারবাড়ী ইউনিয়নের। এ জন্য সেখানে ব্রিজ করতে জটিলতা রয়েছে। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, জায়গাটা তার দেখা নেই। এখন জায়গাটি দেখে সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত