নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় খাদেমুল ইসলাম (৫৫) নামে নির্বাচনের দায়িত্বরত এক পোলিং অফিসার মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী পোলিং অফিসার আব্দুল গনি বাদশা (৪৫) গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কলাবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক খাদেমুল ইসলাম মারা যান। অপরজনকে দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু আহত বাদশার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত শরীরচর্চা শিক্ষক খাদেমুল ইসলামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী গ্রামের কুঠিপাড়ায়। আহত গণিত শিক্ষক আব্দুল গনি বাদশার বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বালাপাড়ায়। তাঁরা উভয়েই লক্ষ্মীপুর বালাপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা পেশায় কর্মরত।
সৈয়দপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘তাঁরা উভয়েই আগামীকাল রোববারের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৫১ নম্বর কেন্দ্রের পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘কেন্দ্রে একই সঙ্গে ছিলাম। তাঁরা দুজন রাতের খাবারের জন্য মোটরসাইকেলে সৈয়দপুর শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।’
নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় খাদেমুল ইসলাম (৫৫) নামে নির্বাচনের দায়িত্বরত এক পোলিং অফিসার মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী পোলিং অফিসার আব্দুল গনি বাদশা (৪৫) গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কলাবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক খাদেমুল ইসলাম মারা যান। অপরজনকে দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু আহত বাদশার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত শরীরচর্চা শিক্ষক খাদেমুল ইসলামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী গ্রামের কুঠিপাড়ায়। আহত গণিত শিক্ষক আব্দুল গনি বাদশার বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বালাপাড়ায়। তাঁরা উভয়েই লক্ষ্মীপুর বালাপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা পেশায় কর্মরত।
সৈয়দপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘তাঁরা উভয়েই আগামীকাল রোববারের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৫১ নম্বর কেন্দ্রের পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘কেন্দ্রে একই সঙ্গে ছিলাম। তাঁরা দুজন রাতের খাবারের জন্য মোটরসাইকেলে সৈয়দপুর শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল সাত্তার (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে উল্টে যাওয়া তুলাবোঝাই একটি ট্রাক অনেক চেষ্টার পর সরানো গেছে। আজ মঙ্গলবার দুপুরে রেকারসহ পর্যাপ্ত সরঞ্জাম এনে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে ট্রাকটি সরায়। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন এ কথা নিশ্চিত করেন।
৩৫ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে এসে মো. হাসিম নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ছেলে অপহরণের বিষয়টি জানান হাসিমের বাবা নুর হোসেন। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে তিনি জানান।
১ ঘণ্টা আগেএক দিনের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে
১ ঘণ্টা আগে