চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে কিশোর চালক শিহাবকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের মো. হাকিম আলী ও শিবগঞ্জ উপজেলার কর্ণখালী গ্রামের মো. সুজন আলী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ জানান, গোমস্তাপুরের পার্বতীপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শিহাব ২০২০ সালের ৩১ আগস্ট ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে আসামিরা ভ্যানটি ভাড়া করে মাধাইপুর এলাকায় নিয়ে যান। সেখানে শিহাবকে শ্বাসরোধে হত্যা করার পর তাঁরা ভ্যানটি নিয়ে পালিয়ে যান। পরে ওই এলাকার একটি আখখেত থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা করা হলে তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার পরিদর্শক মো. মিজানুর রহমান একই বছরের ৭ অক্টোবর হাকিম, সুজন ও মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত হাকিম ও সুজনকে দোষী সাব্যস্ত এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেমকে বেকসুর খালাস দেন।
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে কিশোর চালক শিহাবকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের মো. হাকিম আলী ও শিবগঞ্জ উপজেলার কর্ণখালী গ্রামের মো. সুজন আলী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ জানান, গোমস্তাপুরের পার্বতীপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শিহাব ২০২০ সালের ৩১ আগস্ট ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে আসামিরা ভ্যানটি ভাড়া করে মাধাইপুর এলাকায় নিয়ে যান। সেখানে শিহাবকে শ্বাসরোধে হত্যা করার পর তাঁরা ভ্যানটি নিয়ে পালিয়ে যান। পরে ওই এলাকার একটি আখখেত থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা করা হলে তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার পরিদর্শক মো. মিজানুর রহমান একই বছরের ৭ অক্টোবর হাকিম, সুজন ও মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত হাকিম ও সুজনকে দোষী সাব্যস্ত এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেমকে বেকসুর খালাস দেন।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৬ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে