Ajker Patrika

বগুড়ার ৬ উপজেলায় ৬০০ জনের নামে মামলা, বিএনপির নিন্দা

বগুড়া প্রতিনিধি
বগুড়ার ৬ উপজেলায় ৬০০ জনের নামে মামলা, বিএনপির নিন্দা

বগুড়ার ছয় উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ জনকে গ্রেপ্তার ৬০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার নিন্দা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি। সোমবার (২১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

নেতারা সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, জেলায় স্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও বগুড়া সদর, শাজাহানপুর, শেরপুর, নন্দীগ্রাম, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬০০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩ হাজার জনকে। আর এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ১৭ জন। 

গ্রেপ্তাররা হলেন-বগুড়া জেলা ছাত্রদল নেতা মো. আল রাজিব, মেহেরাজুল ইসলাম বিপ্লব, মো. বাঁধন সানজি, রুবেল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা আব্দুল্লাহ বিন ছোটন, স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব আলী, হুমায়ুন কবির, কাহালু উপজেলা বিএনপি নেতা রতন সরকার, আবু তাহের মন্টু, ইলিয়াস আলী, নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা মুনছুর আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আতিক, শেরপুর উপজেলা কৃষক দল নেতা কাজী রোকনুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম টিটু, বিএনপি নেতা জহুরুল ইসলাম, সাইদুল ইসলাম। 

নেতারা অভিযোগ করেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই সরকার এবং প্রশাসন মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছেন। 

তারা এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এমন কূটকৌশলে অন্যান্য বিভাগীয় সমাবেশ যেমন বানচাল করা যায়নি। একইভাবে রাজশাহী বিভাগীয় সমাবেশও বানচাল করা যাবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত