বগুড়া প্রতিনিধি
বগুড়ার ছয় উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ জনকে গ্রেপ্তার ৬০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার নিন্দা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি। সোমবার (২১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
নেতারা সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, জেলায় স্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও বগুড়া সদর, শাজাহানপুর, শেরপুর, নন্দীগ্রাম, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬০০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩ হাজার জনকে। আর এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ১৭ জন।
গ্রেপ্তাররা হলেন-বগুড়া জেলা ছাত্রদল নেতা মো. আল রাজিব, মেহেরাজুল ইসলাম বিপ্লব, মো. বাঁধন সানজি, রুবেল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা আব্দুল্লাহ বিন ছোটন, স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব আলী, হুমায়ুন কবির, কাহালু উপজেলা বিএনপি নেতা রতন সরকার, আবু তাহের মন্টু, ইলিয়াস আলী, নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা মুনছুর আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আতিক, শেরপুর উপজেলা কৃষক দল নেতা কাজী রোকনুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম টিটু, বিএনপি নেতা জহুরুল ইসলাম, সাইদুল ইসলাম।
নেতারা অভিযোগ করেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই সরকার এবং প্রশাসন মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছেন।
তারা এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এমন কূটকৌশলে অন্যান্য বিভাগীয় সমাবেশ যেমন বানচাল করা যায়নি। একইভাবে রাজশাহী বিভাগীয় সমাবেশও বানচাল করা যাবে না।
বগুড়ার ছয় উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ জনকে গ্রেপ্তার ৬০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার নিন্দা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি। সোমবার (২১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
নেতারা সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, জেলায় স্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও বগুড়া সদর, শাজাহানপুর, শেরপুর, নন্দীগ্রাম, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬০০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩ হাজার জনকে। আর এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ১৭ জন।
গ্রেপ্তাররা হলেন-বগুড়া জেলা ছাত্রদল নেতা মো. আল রাজিব, মেহেরাজুল ইসলাম বিপ্লব, মো. বাঁধন সানজি, রুবেল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা আব্দুল্লাহ বিন ছোটন, স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব আলী, হুমায়ুন কবির, কাহালু উপজেলা বিএনপি নেতা রতন সরকার, আবু তাহের মন্টু, ইলিয়াস আলী, নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা মুনছুর আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আতিক, শেরপুর উপজেলা কৃষক দল নেতা কাজী রোকনুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম টিটু, বিএনপি নেতা জহুরুল ইসলাম, সাইদুল ইসলাম।
নেতারা অভিযোগ করেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই সরকার এবং প্রশাসন মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছেন।
তারা এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এমন কূটকৌশলে অন্যান্য বিভাগীয় সমাবেশ যেমন বানচাল করা যায়নি। একইভাবে রাজশাহী বিভাগীয় সমাবেশও বানচাল করা যাবে না।
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
১ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
১ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৪ ঘণ্টা আগে