নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বেশ কিছুদিন ধরে চাল, ডাল, আটা, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। পাশাপাশি নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। অন্যান্য নিত্যপণ্যের মতোই হঠাৎ সবজির দামও বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের পাশাপাশি কাঁচা সবজির দাম বাড়তে থাকায় অতিষ্ঠ ক্রেতারা।
খুচরা ব্যবসায়ীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।
স্থানীয় প্রশাসন বলছে, দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারক করা হচ্ছে। এমনকি দাম বেশি রাখায় বিক্রেতাদের শাস্তির আওতায় আনা হচ্ছে।
আজ শুক্রবার সকালে নওগাঁর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে খুচরা বাজারে প্রতি কেজি ঢেঁড়স ২০ টাকা, সবুজ বেগুন ৪০ টাকা, পটোল ৪০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এ ছাড়া প্রতি কেজি শসা ৩৫-৪০ টাকা, ঝিঙে ৩৫, প্রতি পিস কুমড়া ৩০, কাঁকরোল ৬০, করলা ৫০, মুলা ৩০, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ ৭-১০ দিন আগে এসব সবজির অধিকাংশের দাম কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কম ছিল। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি।
খুচরা বাজারের সবজি কিনতে আসা আজিজুল ইসলাম বলেন, ‘কোনো কারণ ছাড়াই মাঝেমধ্যে শাক-সবজির দাম বেড়ে যায়। সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাঁচা মরিচসহ পটোল, কাঁকরোলের দাম বেশি বেড়েছে।’
সাকিল হোসেন নামের আরেক ক্রেতার অভিযোগ, বাজারে তদারকি না থাকায় বিক্রেতারা খেয়ালখুশিমতো দাম বাড়াচ্ছেন। এতে ক্রেতাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
এ বিষয়ে ক্রেতা আব্দুর রহিম বলেন, ‘আমরা সাধারণ মানুষ। সারা দিন বললেও কোনো লাভ হবে না। সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, সেভাবেই সবকিছু হচ্ছে। আমরা খাই আর না খাই, তা দেখার কেউ নেই।’
গোস্তহাটি মোড়ের খুচরা সবজি ব্যবসায়ী মদন মোহন জানান, ‘চলতি মাসে বেশ কয়েকবার ঝড়-বৃষ্টি হয়েছে। তাই সরবরাহ কম হওয়ায় বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। আমরা পাইকারি বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
আরেক খুচরা বিক্রেতা ভুট্টু হোসেন বলেন, ‘কাঁচামালের দামের কোনো ঠিক নাই। একদিন একটু বাড়ে, আরেক দিন একটু কমে।’
পাইকারি সবজি বাজারের ব্যবসায়ী সুনীল সরকার বলেন, ‘বাজারে দুই-একটা সবজির দাম ওঠানামা করছে। স্বাভাবিক কারণেই কাঁচামালের ক্ষেত্রে এটা হয়েই থাকে। মনে হচ্ছে, বর্তমান বাজারদর খুব একটা বেশি নাই। তবে বাজারে ক্রেতা কম। খুচরা বিক্রেতারা অতিরিক্ত দামে বিক্রি করতে পারেন। পাইকারি ব্যবসায়ীদের ওপর দোষ চাপিয়ে লাভ নাই।’
এ বিষয়ে নওগাঁ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। এতে কাঁচা শাক-সবজির সরবরাহ কিছুটা কম হওয়ায় দামও কিছুটা বেড়েছে। তবে এই সুযোগে খুচরা বিক্রেতারা যদি অতিরিক্ত মুনাফার আসায় দ্বিগুণ দামে সবজি বিক্রি করেন, তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ইফতেখারুল আলম রিজভী জানান, নিয়মিত বাজার তদারক করা হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার সুযোগ নেই। কোনো অজুহাতে বিক্রেতারা অতিরিক্ত দাম রাখলে জরিমানা করা হচ্ছে।
নওগাঁয় বেশ কিছুদিন ধরে চাল, ডাল, আটা, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। পাশাপাশি নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। অন্যান্য নিত্যপণ্যের মতোই হঠাৎ সবজির দামও বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের পাশাপাশি কাঁচা সবজির দাম বাড়তে থাকায় অতিষ্ঠ ক্রেতারা।
খুচরা ব্যবসায়ীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।
স্থানীয় প্রশাসন বলছে, দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারক করা হচ্ছে। এমনকি দাম বেশি রাখায় বিক্রেতাদের শাস্তির আওতায় আনা হচ্ছে।
আজ শুক্রবার সকালে নওগাঁর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে খুচরা বাজারে প্রতি কেজি ঢেঁড়স ২০ টাকা, সবুজ বেগুন ৪০ টাকা, পটোল ৪০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এ ছাড়া প্রতি কেজি শসা ৩৫-৪০ টাকা, ঝিঙে ৩৫, প্রতি পিস কুমড়া ৩০, কাঁকরোল ৬০, করলা ৫০, মুলা ৩০, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ ৭-১০ দিন আগে এসব সবজির অধিকাংশের দাম কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কম ছিল। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি।
খুচরা বাজারের সবজি কিনতে আসা আজিজুল ইসলাম বলেন, ‘কোনো কারণ ছাড়াই মাঝেমধ্যে শাক-সবজির দাম বেড়ে যায়। সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাঁচা মরিচসহ পটোল, কাঁকরোলের দাম বেশি বেড়েছে।’
সাকিল হোসেন নামের আরেক ক্রেতার অভিযোগ, বাজারে তদারকি না থাকায় বিক্রেতারা খেয়ালখুশিমতো দাম বাড়াচ্ছেন। এতে ক্রেতাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
এ বিষয়ে ক্রেতা আব্দুর রহিম বলেন, ‘আমরা সাধারণ মানুষ। সারা দিন বললেও কোনো লাভ হবে না। সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, সেভাবেই সবকিছু হচ্ছে। আমরা খাই আর না খাই, তা দেখার কেউ নেই।’
গোস্তহাটি মোড়ের খুচরা সবজি ব্যবসায়ী মদন মোহন জানান, ‘চলতি মাসে বেশ কয়েকবার ঝড়-বৃষ্টি হয়েছে। তাই সরবরাহ কম হওয়ায় বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। আমরা পাইকারি বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
আরেক খুচরা বিক্রেতা ভুট্টু হোসেন বলেন, ‘কাঁচামালের দামের কোনো ঠিক নাই। একদিন একটু বাড়ে, আরেক দিন একটু কমে।’
পাইকারি সবজি বাজারের ব্যবসায়ী সুনীল সরকার বলেন, ‘বাজারে দুই-একটা সবজির দাম ওঠানামা করছে। স্বাভাবিক কারণেই কাঁচামালের ক্ষেত্রে এটা হয়েই থাকে। মনে হচ্ছে, বর্তমান বাজারদর খুব একটা বেশি নাই। তবে বাজারে ক্রেতা কম। খুচরা বিক্রেতারা অতিরিক্ত দামে বিক্রি করতে পারেন। পাইকারি ব্যবসায়ীদের ওপর দোষ চাপিয়ে লাভ নাই।’
এ বিষয়ে নওগাঁ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। এতে কাঁচা শাক-সবজির সরবরাহ কিছুটা কম হওয়ায় দামও কিছুটা বেড়েছে। তবে এই সুযোগে খুচরা বিক্রেতারা যদি অতিরিক্ত মুনাফার আসায় দ্বিগুণ দামে সবজি বিক্রি করেন, তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ইফতেখারুল আলম রিজভী জানান, নিয়মিত বাজার তদারক করা হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার সুযোগ নেই। কোনো অজুহাতে বিক্রেতারা অতিরিক্ত দাম রাখলে জরিমানা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
১ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১৩ ঘণ্টা আগে