Ajker Patrika

বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তদের গুলি, কলেজছাত্র জখম

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৪, ১৫: ৫১
বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তদের গুলি, কলেজছাত্র জখম

সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী তালুকদার নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছেন আল-আমিন নামের এক কলেজছাত্র। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আল-আমিনকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদার।

এ সময় অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুণকে দেখে শওকত আলী দোকানে ঢুকে পড়েন। এ সময় ওই তিন তরুণ দোকানের সামনে থেকে শওকত আলীকে গুলি করে পালিয়ে যান। গুলিটি গিয়ে লাগে সেখানে উপস্থিত কলেজছাত্র আল-আমিনের পায়ে।

শওকত আলী তালুকদারআব্দুল বারিক আরও বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র আল-আমিন বলেন, ‘রাতে দোকানের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এ সময় কয়েকজন এসে গুলি করে। একটি গুলি আমার পায়ে লাগে। তবে অন্ধকার থাকায় কারা গুলি করেছে দেখতে পাইনি।’

এ বিষয়ে জানতে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত