Ajker Patrika

জেলা পরিষদ নির্বাচন: চাটমোহর উপজেলায় ২ প্রার্থী পেয়েছেন সমান ভোট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচন: চাটমোহর উপজেলায় ২ প্রার্থী পেয়েছেন সমান ভোট

পাবনা জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে চাটমোহর উপজেলার দুজন সাধারণ সদস্য পদপ্রার্থী একই সংখ্যক ভোট পেয়েছেন। মোট ১৫৯ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোট দিয়েছেন। এর মধ্যে তাঁরা উভয়েই পেয়েছেন ৬৩টি করে ভোট।

সমান ভোট পেয়ে এগিয়ে থাকা প্রার্থী দুজন হলেন—হেলাল উদ্দিন (হাতি প্রতীক) ও সাইদুল ইসলাম (তালা প্রতীক)। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, জেলা নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবে। 

আজ সোমবার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আকতার এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। 

জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী। অপর তিন প্রার্থী হলেন—এ এইচ এম কামরুজ্জামান। তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ভোট পেয়েছেন ২৮ টি, অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী। তিনি উট পাখি প্রতীকে নির্বাচনে করে ভোট পেয়েছেন ৩টি এবং আমিনুল ইসলাম। বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ১ টি। 

এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে আফিয়া খাতুন (হরিণ) পেয়েছেন ৬৩ ভোট, গুলশাহানারা পারভীন (টেবিল ঘড়ি) পেয়েছেন ২৪ ভোট, ছাবিনা ইয়াসমিন (মাইক) পেয়েছেন ৬৬ ভোট ও ফরিদা ইয়াসমিন (ফুটবল) পেয়েছেন ৫ ভোট। এ নির্বাচনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর তিন উপজেলার ভোটে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। 

সমান ভোটে এগিয়ে থাকা প্রার্থীদের মন্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। 

তবে এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘আমি কিছুই বলতে পারছি না। এ ব্যাপারে জেলা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত