Ajker Patrika

বড়াইগ্রামে ঘরের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ১৪: ৩৫
বড়াইগ্রামে ঘরের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ঘরের আগুনে দগ্ধ হয়ে জাহানারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী (মসজিদপাড়া) গ্রামের জাহানারা বেগমের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। জাহানারা বেগম উপজেলার রামাগাড়ী গ্রামের মৃত তছির উদ্দিনের স্ত্রী। 

অগ্নিকাণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জোয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আকবর। তিনি জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাহানারা বেগমের মেয়ে জরিনা বেগম বাড়িতে রান্না করছিলেন। ঘরে আগুন দেখতে পেয়ে জরিনা বের হলেও ভেতরে আটকা পড়েন জাহানারা বেগম। পরে ফায়ার সার্ভিসে কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যন। 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি বসতঘর একটি রান্নাঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’ 

সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসন বড়াইগ্রামের ২০ কেজি শুকনা খাবার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত