Ajker Patrika

সিরাজগঞ্জে ব্যাপক সংঘর্ষ চলছে, পুলিশ বক্স ও ২ মোটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৪: ০৫
সিরাজগঞ্জে ব্যাপক সংঘর্ষ চলছে, পুলিশ বক্স ও ২ মোটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মী ও শিক্ষার্থীদের অসহযোগ কর্মসূচির সমর্থনে নামা আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের বাজার স্টেশন পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীদের। 

সরেজমিনে জানা গেছে, আজ রোববার সকাল থেকে মাঠ দখলে নেন অসহযোগের সমর্থনে নামা আন্দোলনকারীরা। দফায় দফায় চলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এ ছাড়া শহরের এলজিইডি, জেলা পরিষদসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। 

সংঘর্ষ চলাকালে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের বাজার স্টেশন পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শহরের বেশ কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। উভয় পক্ষ লাঠি সোঁটা নিয়ে শহরে অবস্থান করছেন। তবে অসহযোগ সমর্থনে নামা আন্দোলনকারীদের দখলে পুরো শহর। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত