Ajker Patrika

ছাত্রলীগের ৮ কর্মী গুলিবিদ্ধ, ঘটনার ৪ দিন পর মামলা

পাবনা প্রতিনিধি
ছাত্রলীগের ৮ কর্মী গুলিবিদ্ধ, ঘটনার ৪ দিন পর মামলা

পাবনা শহরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের এক পক্ষ আরেক পক্ষের ওপর গুলি চালায়। এতে ৮ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার চার দিন পর আজ মঙ্গলবার রাতে মামলা হয়েছে। 

পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাতকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার রাতে মামলা নথিভুক্ত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭-৮ জনকে মামলায় আসামি করা হয়ে আছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। আমাদের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’ 

এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা বাস টার্মিনালের পাশে মাসুম বাজারের সামনে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান ও তার সমর্থকদের ওপর গুলি চালায় পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত ও তার লোকজন। এতে ছাত্রলীগকর্মী মিলন, শান্ত, আকাশ, আরাফাত, সজীব, তানজিদ, রঞ্জু ও রাফি গুলিবিদ্ধ হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত