Ajker Patrika

প্রাইভেট কার নেমে গেল পুকুরে, মৃত যুবক-যুবতীকে রেখে পালাল অপর ২ আরোহী

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ২৩
প্রাইভেট কার নেমে গেল পুকুরে, মৃত যুবক-যুবতীকে রেখে পালাল অপর ২ আরোহী

বগুড়ার শেরপুরে প্রাইভেট কার পুকুরে পড়ে দুজন যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের চাঁদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পুরুষটির বয়স আনুমানিক ৩৫ বছর ও নারীটির বয়স ২৫ বছর। 

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন আজকের পত্রিকাকে জানান, এ দুর্ঘটনা সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পুকুরের মধ্যে ভাসমান প্রাইভেট কারের জানালা ভেঙে পেছনের আসনে বসে থাকা দুজন যাত্রীর মরদেহ উদ্ধার করেছেন। এঁদের মধ্যে একজন নারী একজন পুরুষ। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, পথচারীরা প্রাইভেটকারের ভেতর দেখার চেষ্টা করলে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করছিলেন প্রাইভেট কারটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় তখন এর চালক এবং চালকের পাশে বসে থাকা অপর পুরুষ যাত্রী গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান। এরপর তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

স্থানীয়দের ধারণা, প্রাইভেট কারের পেছনের আসনে বসা নারী ও পুরুষ সচেতন অবস্থায় ছিলেন। 

স্থানীয় শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পরও প্রাইভেট কারটি অন্তত ২০ মিনিট ধরে পানিতে ভাসছিল। এ কারণে প্রাইভেট কারের ভেতরে থাকা ওই দুই নারী-পুরুষের মৃত্যু ঘটতে পারে।’ 

স্থানীয় ইউপি সদস্য মোন্নাফ আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘এই দুর্ঘটনা নিয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যক্ষদর্শীরা অনেকে মনে করছেন মৃত দুজনকে আগে থেকেই হত্যা করা হয়ে থাকতে পারে। অথবা তাঁরা কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল। তা না হলে দুর্ঘটনাকবলিত গাড়ি ও অপর দুজনকে রেখে বাকি দুজন দৌড়ে পালাত না।’ 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়ার পরই এই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত