Ajker Patrika

দুই মাদক কারবারির তর্কবিতর্ক, একজনকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২০: ৩৪
দুই মাদক কারবারির তর্কবিতর্ক, একজনকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জে দুই মাদক কারবারির মধ্যে তর্কবিতর্কের জেরে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুল ইসলাম মন্ডল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

নিহত আলম শেখ (৫০) দক্ষিণ কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। আটক সাইফুল ইসলাম মন্ডল একই গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দক্ষিণ কান্দাপাড়া গ্রামে দুই মাদক কারবারি আলম শেখ ও সাইফুল ইসলাম মন্ডলের মধ্যে আজ দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম মন্ডল ধারালো ছুরি দিয়ে আলম শেখকে আঘাত করেন। এ সময় আলম শেখ মাটিতে পড়ে গেলে তাঁকে গলা কেটে হত্যা করেন সাইফুল ইসলাম মন্ডল। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলাম মন্ডলকে আটক করা হয়। 

সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, আলম শেখ ও সাইফুল ইসলাম মন্ডল উভয়ে মাদক কারবারি ও মাদক সেবন করেন। মাদক নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আলম শেখকে গলা কেটে হত্যা করেন সাইফুল ইসলাম মন্ডল। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এলাকাবাসী অভিযোগ তাঁরা উভয়ে গাঁজা বিক্রি ও সেবন করেন। আলম শেখকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় সাইফুল ইসলাম মন্ডলকে আটক করে থানায় আনা হয়েছে। 

মরদেহ সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত