Ajker Patrika

হামলা-লুটপাটের বিচার চান যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৯: ৪৮
হামলা-লুটপাটের বিচার চান যুবদল নেতা

জমি দখল, হামলা ও লুটপাটের বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক যুবদল নেতা। তাঁর নাম শাহিন আক্তার সাইদ। তিনি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। নগরীর মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা শাহিন আজ শনিবার দুপুরে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে শাহিন আক্তার সাইদ বলেন, ৯ আগস্ট দুপুরে মেহেরচণ্ডী এলাকার নাসির, মামুন মাস্টার, মো. আলী, সজল, শাকিল, শাকিব, মনির, নবী, জামিল, বালিয়াপুকুর এলাকার সানি, জসিমসহ এলাকার ছাত্রলীগ ও যুবলীগের ৪৫ থেকে ৫০ জন হামলা চালিয়ে তাঁকে এবং তাঁর ছেলে ও বড় বোনকে বেদম মারধর করেন। আহত অবস্থায় তিনি হাসপাতালে গেলে জানতে পারেন, তাঁর বাসায় এরা আবারও পরপর তিনবার হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। পরে রাতে মেহেরচণ্ডী এলাকার জলিলের মোড়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাই ভাই আয়রন স্টোরে ভাঙচুরের পর সব মালামাল, কাগজপত্র ও দুই লাখ টাকা নিয়ে যায়।

শাহিন দাবি করেন, এলাকার কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলের নির্দেশে এই হামলা ও লুটপাট হয়েছে। কাউন্সিলর তাঁর পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন। সেখানে তাঁর কার্যালয় স্থাপন করেছেন। কাউন্সিলর আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতন হলেও কোয়েলের দৌরাত্ম্য কমেনি। ভুক্তভোগী শাহিন কোয়েলকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। বিচার চান হামলা ও লুটপাটের।

অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলকে ফোন করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত