Ajker Patrika

রাবির অবরুদ্ধ ছাত্র উপদেষ্টা ৩ ঘণ্টা পর উদ্ধার 

রাবি প্রতিনিধি
রাবির অবরুদ্ধ ছাত্র উপদেষ্টা ৩ ঘণ্টা পর উদ্ধার 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা হলে নির্যাতনের শিকার ছাত্রীকে তুলতে দিতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়া ছাত্র উপদেষ্টা এম তারেক নূরকে তিন ঘণ্টা পর উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে উদ্ধার করা হয়।

এর আগে বেলা ৩টার দিকে সংগীত বিভাগের শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় হল গেটে তালা লাগিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে হলে থাকা পাঁচ শতাধিক শিক্ষার্থী অবরুদ্ধ হয়ে পড়েন।

সংগীত বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে এক পাক্ষিক সিদ্ধান্ত নিয়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর এ ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে ছাত্র উপদেষ্টার হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁদের বিভাগের সভাপতি।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা হলে এক ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠে একই হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্মৃতি বালা ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার মেয়েটি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের ৫০১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

আজ বেলা ১টার দিকে ওই শিক্ষার্থী ক্যাম্পাসে আসেন। পরে দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর ভুক্তভোগী শিক্ষার্থীকে হলে নিয়ে যান। 

রাবির অবরুদ্ধ ছাত্র উপদেষ্টাকে তিন ঘণ্টা পর উদ্ধার। এদিকে গতকাল রাতেই ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয় ও সংগীত বিভাগের শিক্ষার্থী দোলনকে রুম পরিবর্তন করতে হল প্রাধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে কথা বলতে আজ দুপুরে বঙ্গমাতা হলে যান সংগীত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শায়লা তাসমিন। এ সময় তাঁর সঙ্গে ছাত্র উপদেষ্টার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেখান থেকে চলে যান শায়লা তাসমিন। এর কিছুক্ষণের মধ্যেই সংগীত বিভাগের শিক্ষার্থীরা হল গেটে উপস্থিত হন। তাঁদের শিক্ষককে অপমান করা হয়েছে উল্লেখ করে তারা হল গেট অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুজন সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তারা।

এর কিছুক্ষণের মধ্যেই সেখানে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। তাঁদের বিভাগের শিক্ষার্থীকে সিটে তুলে দিতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন তাই তাঁরা ছাত্র উপদেষ্টাকে উদ্ধার করতে এসেছেন বলে জানান।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বেশ কয়েকজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ছাত্র উপদেষ্টাকে উদ্ধারের জন্য হলের ভেতরে যেতে চাইলে সংগীত বিভাগের শিক্ষার্থীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে তাঁরা ভেতরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর ছাত্র উপদেষ্টাকে নিয়ে বের হলে সংগীত বিভাগের শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয়। এ সময় ধাক্কাধাক্কি হয়। তখন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডেকে শিক্ষার্থীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘তোমাদের কত বড় সাহস আমাদের ওপর হামলা করতে আসো।’ এ সময় সহকারী প্রক্টরেরা শিক্ষার্থীদের সরিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর ছাত্র উপদেষ্টাকে উদ্ধার করেন তাঁরা।

ছাত্র উপদেষ্টার সঙ্গে কি হয়েছিল এ বিষয়ে জানতে চাইলে সংগীত বিভাগের সভাপতি শায়লা তাসমিন বলেন, ‘আমি যখন জানতে পারি আমার বিভাগের শিক্ষার্থী দোষী সাব্যস্ত হচ্ছে তখন আমি বঙ্গমাতা হলে যাই। সেখানে ছাত্র উপদেষ্টা আমাকে বলেন, ‘আপনি এখানে আসতে পারেন না। আপনাকে কেউ ডাকেনি। হু আর ইউ?’ তিনি এভাবে আমাকে অপমান করে আমাকে বের করে দেন। এতে অপমানিত হয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি।’

এ বিষয়ে জানতে ছাত্র উপদেষ্টা তারেক নূরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

ছাত্র উপদেষ্টাকে উদ্ধারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার জায়গা। এটি কোনো নির্যাতন ও অত্যাচার করার জায়গা নয়। এখানে শিক্ষকদের সঙ্গে কথা–কাটাকাটি হয়। এমন আচরণ শেখানো হয় না। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত তাঁদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি ছাত্রী নির্যাতনের ঘটনার তদন্তও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত