নওগাঁ প্রতিনিধি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এতিমের টাকা মেরে খেয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। বিএনপি ভোট চুরির হোতা। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় আসবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পোরশায় সরাইগাছি হাইস্কুল মাঠে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি বঙ্গবন্ধু হত্যার বিচারে বাধা দিয়েছে। সংসদে তারা একসময় হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে দেয়নি। শেখ হাসিনার সরকারের আমলে সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়েছে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। সরকার পদ্মা সেতু, মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব হবে না। দুর্ভিক্ষও হবে না। শেখ হাসিনা কৃষকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি সবার আগে কৃষকের কথা ভাবেন। দেশকে কীভাবে স্মার্ট দেশে পরিণত করতে হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনায় এক ফসলি জমি দুই-তিন ফসলি জমিতে পরিণত করেছেন কৃষক। কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকের চাষাবাদের কাজ সহজ হয়েছে। ফসলের উৎপাদনও বহুগুণে বেড়েছে’ বলে উল্লেখ করেন মন্ত্রী।
পোরশা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি নাছিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোমা মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসরিন ছাবিহা সীমা, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৃণা মজুমদার।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি মোছা. পারভিন আক্তার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শিরীন রুখসানা।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নাছিমা বেগমকে সভাপতি ও অনামিকা সুইটিকে সাধারণ সম্পাদক করে পোরশা উপজেলা মহিলা আওয়ামী লীগের ৭১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এতিমের টাকা মেরে খেয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। বিএনপি ভোট চুরির হোতা। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় আসবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পোরশায় সরাইগাছি হাইস্কুল মাঠে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি বঙ্গবন্ধু হত্যার বিচারে বাধা দিয়েছে। সংসদে তারা একসময় হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে দেয়নি। শেখ হাসিনার সরকারের আমলে সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়েছে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। সরকার পদ্মা সেতু, মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব হবে না। দুর্ভিক্ষও হবে না। শেখ হাসিনা কৃষকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি সবার আগে কৃষকের কথা ভাবেন। দেশকে কীভাবে স্মার্ট দেশে পরিণত করতে হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনায় এক ফসলি জমি দুই-তিন ফসলি জমিতে পরিণত করেছেন কৃষক। কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকের চাষাবাদের কাজ সহজ হয়েছে। ফসলের উৎপাদনও বহুগুণে বেড়েছে’ বলে উল্লেখ করেন মন্ত্রী।
পোরশা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি নাছিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোমা মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসরিন ছাবিহা সীমা, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৃণা মজুমদার।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি মোছা. পারভিন আক্তার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শিরীন রুখসানা।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নাছিমা বেগমকে সভাপতি ও অনামিকা সুইটিকে সাধারণ সম্পাদক করে পোরশা উপজেলা মহিলা আওয়ামী লীগের ৭১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে