Ajker Patrika

সন্তানরা থাকেন দালানে, ঝুপড়ি ঘরে যন্ত্রণায় কাতরাচ্ছেন শতবর্ষী মা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
সন্তানরা থাকেন দালানে, ঝুপড়ি ঘরে যন্ত্রণায় কাতরাচ্ছেন শতবর্ষী মা

রাখি মণ্ডল। বয়স প্রায় ১০৭ বছর অতিক্রম করেছে। স্বামী রিকাত মণ্ডল অনেক আগেই মৃত্যু বরণ করেছেন। রাখি মণ্ডল এখন শ্রবণ শক্তিও হারিয়েছেন। দুই সন্তানের অযত্ন অবহেলায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আশ্রয় হয়েছে নিজ বাড়ির একটি ভাঙা ঝুপড়ি ঘরে। অথচ দুই ছেলে থাকেন দালান কোঠায়। এই অমানবিক ঘটনাটি ঘটেছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে। 

রাখি মণ্ডল ও তার স্বামী মৃত-রিকাত মণ্ডল এক সময় জীবনের সবটুকু শ্রম দিয়েছেন পরিবারের জন্য। করেছিলেন নিজস্ব কিছু জমিও। অথচ বৃদ্ধ বয়সে স্যাঁতসেঁতে পাঁচ হাতের মধ্যে তৈরি একটি পাট কাঠির ঝুপড়ি ঘরে জীবন কাটাতে হচ্ছে তাঁকে।   

সরেজমিন আজ বুধবার রাত ৮ দিকে গিয়ে দেখাযায় ও স্থানীয়রা জানান, দুই ছেলে রয়েছে রাখি মণ্ডলের। বড় ছেলে আনছার মণ্ডল (৪৫) ও ছোট ছেলে ছামছু মণ্ডল (৪০)। তাঁদেরও ছেলে মেয়ে হয়েছে। সবাইকেই বিয়ে দিয়ে নিজ বাড়িতে দালান কোঠায় রেখেছেন। সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় কঠোর পরিশ্রম করে গড়েছিলেন চাষাবাদ করার জন্য কিছু জমি ও বসত ভিটা। অনেক কষ্ট করে দুই সন্তানকে বড় করেছিলেন। অথচ সেই সন্তানরাই এখন তাকে অযত্ন অবহেলায় ফেলে রেখেছে। দেখার যেন কেউ নেই। পাঁচ হাতের মধ্যে পাটকাঠি দিয়ে তৈরি একটি কাঁচা ঘরে একটি থালা, কলসি, গ্লাস ও মাটিতে ভেজা রয়েছে বিছানা। খাওয়া দাওয়া সবকিছু ওই টুকু জায়গার মধ্যেই করতে হয় তাঁকে। 

এ বিষয়ে রাখি মণ্ডলের বড় ছেলে আনছার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, তার মা অসুস্থ। ভালোভাবে চলাফেরা করতে পারে না। বিছানায় প্রস্রাব করে দেয়। তারপরও অনেক বয়স হয়ে গেছে। তাই ঝুপড়ি ঘরে রাখা হয়েছে। 

এ বিষয়ে ধারাবড়িষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সাহেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করে নাই। 

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, আপনার কাছ থেকে ঘটনা শুনলাম, এটা মানবিক ব্যাপার খোঁজ খবর নিয়ে, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত