Ajker Patrika

বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মো. সোহেল রানা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামের নজরুল ইসলামের ছেলে। আজ তিনি সকালে বিদ্যুতের খুঁটির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে পড়ে মারা যান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করছিলেন সোহেল। এ সময় হঠাৎ করে পড়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনীন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই সোহেলের মৃত্যু হয়। 

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল কুমার জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত