Ajker Patrika

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ০৩
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

পাবনার চাটমোহর উপজেলার রাজশাহী-ঢাকা রেলপথের গুয়াখড়া রেলস্টেশনের পশ্চিম পাশে আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আকলিমা গুয়াখড়া রেলস্টেশনের পাশে রেলের জায়গায় বসবাসকারী সিএনজি অটোচালক আব্দুল মান্নানের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকলিমা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে স্টেশনের পশ্চিম পাশের মাঠে যাচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেন সামনে থেকে তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত