Ajker Patrika

বিএসএফ পাখির মতো বাংলাদেশিদের মারতে পারে না, তাই মরদেহ নিচ্ছি না: বিজিবি অধিনায়ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২০: ৩০
বিএসএফ পাখির মতো বাংলাদেশিদের মারতে পারে না, তাই মরদেহ নিচ্ছি না: বিজিবি অধিনায়ক

গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন বাংলাদেশি যুবক মো. ইব্রাহীম হোসেন (২৮)। বিএসএফের ৭০ শ্মশানী ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হন তিনি। বিএসএফ এখন সেই মরদেহ ফেরত দিতে চাইলেও নিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিবাদ হিসেবেই মরদেহ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। 

ইব্রাহীম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহের দুখু মিয়ার ছেলে। 

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার দিবাগত রাতে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন ইব্রাহীম। তবে মরদেহ এখনো ফেরত নেয়নি বিজিবি। হয়তো নেবে, কিন্তু একটু দেরি করছে।’ 

ইব্রাহীমের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, ‘তিন দিন পেরিয়ে গেলেও মরদেহ ফেরত নিচ্ছে না বিজিবি। আমরা বারবার তাদের সঙ্গে যোগাযোগ করলেও বিজিবি কোনো সাড়া দিচ্ছে না। তারা বারবার বলছে, গুলি করে বিএসএফ বাংলাদেশিদের মারবে, আর আমরা মরদেহ ফেরত নেব!’ 

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছে, একটি মরদেহ তাদের কাছে রয়েছে।’ 

মরদেহ ফেরত নেওয়ার বিষয়ে জানতে চাইলে বিজিবি অধিনায়ক বলেন, ‘তারা (বিএসএফ) পাখির মতো বাংলাদেশের মানুষকে মারতে পারে না। এ কারণে মরদেহ ফেরত নিচ্ছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত