Ajker Patrika

দুর্গাপুরে নারীকে কুপিয়ে হত্যা

 দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আম্বিয়া খাতুন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আম্বিয়া খাতুন একই গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে।

স্থানীরা জানান, আম্বিয়া খাতুন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। গতকাল বুধবার দিনগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যান আম্বিয়া। কিছুক্ষণ পর চিৎকার করেন। চিৎকার শুনে তাঁর মা গিয়ে দেখেন আম্বিয়ার নিথর দেহ মাটিতে পড়ে আছে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, আম্বিয়ার শরীরের বিভিন্ন স্থানে হাসুয়া বা কাঁচির কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া হত্যাকাণ্ডের ঘটনাটি গোপনে তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত