কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিদ্ধান্ত উপেক্ষা করে জামতৈল বাজারের ফুটপাত দখল করে চলছে বেচাকেনা। এতে যানজট সৃষ্টি হওয়ায় পথচারীরা ভোগান্তিতে পড়ছেন।
গত ৭ জুলাই জামতৈল বাজারের ফুটপাত দখলমুক্ত করার দাবিতে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মিছিল করেন। পরে উপজেলা পুলিশ, প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
নিজের কার্যালয়ের সভাকক্ষে গত ৮ জুলাই ব্যাটারিচালিত শ্রমিক ও ফুটপাতের দোকানদারদের সঙ্গে ইউএনও শাহীন সুলতানা সভা করেন। এই সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় দুই দিনের মধ্যে ফুটপাতে বসা দোকানগুলো জামতৈল পূর্ব পাশের সড়কে বসার নির্দেশ দেন ইউএনও। কিন্তু দুই দিন পার হলেও ফুটপাতে বসানো হচ্ছে দোকান। এতে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছে মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুরে জামতৈল বাজারে গিয়ে দেখা গেছে, ফুটপাতের জায়গা দখল করে ফলসহ বিভিন্ন ধরনের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। ফুটপাত দখলের বিষয়ে জানতে চাইলে কোনো দোকানদার মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় শ্রমিকনেতা আশরাফ আলী বলেন, ‘জামতৈল বাজারের ফুটপাত বন্ধ করে দোকান দেওয়ার ঘটনা নিয়ে উপজেলা প্রশাসন দুই দিনের মধ্যে দোকান সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তিন দিন হয়ে গেলেও কোনো দোকান সরানো হয়নি। সাধারণ মানুষের চলাচল ও অটো ভ্যান চলাচলের জন্য সড়ক বাধামুক্ত রাখতে প্রয়োজনে আমরা দোকান উচ্ছেদের দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি দেব।’
ইউএনও শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় ফুটপাত দখলকারীদের দুই দিন সময় দেওয়া হয়েছিল। জামতৈল পূর্ব পাশের জায়গায় বসার জন্য এখনো তাঁরা স্বেচ্ছায় যায়নি। আমরা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা নেব।’
সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিদ্ধান্ত উপেক্ষা করে জামতৈল বাজারের ফুটপাত দখল করে চলছে বেচাকেনা। এতে যানজট সৃষ্টি হওয়ায় পথচারীরা ভোগান্তিতে পড়ছেন।
গত ৭ জুলাই জামতৈল বাজারের ফুটপাত দখলমুক্ত করার দাবিতে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মিছিল করেন। পরে উপজেলা পুলিশ, প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
নিজের কার্যালয়ের সভাকক্ষে গত ৮ জুলাই ব্যাটারিচালিত শ্রমিক ও ফুটপাতের দোকানদারদের সঙ্গে ইউএনও শাহীন সুলতানা সভা করেন। এই সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় দুই দিনের মধ্যে ফুটপাতে বসা দোকানগুলো জামতৈল পূর্ব পাশের সড়কে বসার নির্দেশ দেন ইউএনও। কিন্তু দুই দিন পার হলেও ফুটপাতে বসানো হচ্ছে দোকান। এতে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছে মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুরে জামতৈল বাজারে গিয়ে দেখা গেছে, ফুটপাতের জায়গা দখল করে ফলসহ বিভিন্ন ধরনের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। ফুটপাত দখলের বিষয়ে জানতে চাইলে কোনো দোকানদার মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় শ্রমিকনেতা আশরাফ আলী বলেন, ‘জামতৈল বাজারের ফুটপাত বন্ধ করে দোকান দেওয়ার ঘটনা নিয়ে উপজেলা প্রশাসন দুই দিনের মধ্যে দোকান সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তিন দিন হয়ে গেলেও কোনো দোকান সরানো হয়নি। সাধারণ মানুষের চলাচল ও অটো ভ্যান চলাচলের জন্য সড়ক বাধামুক্ত রাখতে প্রয়োজনে আমরা দোকান উচ্ছেদের দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি দেব।’
ইউএনও শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় ফুটপাত দখলকারীদের দুই দিন সময় দেওয়া হয়েছিল। জামতৈল পূর্ব পাশের জায়গায় বসার জন্য এখনো তাঁরা স্বেচ্ছায় যায়নি। আমরা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা নেব।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৪৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে