Ajker Patrika

রাবিতে হলে রাজনৈতিক দখলদারি বন্ধে ৭ দিনের আলটিমেটাম

রাবি প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ২০: ১০
রাবিতে হলে রাজনৈতিক দখলদারি বন্ধে ৭ দিনের আলটিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে চলমান সিট বাণিজ্য এবং রাজনৈতিক দখলদারি বন্ধের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্রসংগঠন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে তাঁদের উত্থাপিত দাবিগুলো মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন তারা।

‘রাকসু আন্দোলন মঞ্চ’ সংবাদ সম্মেলনটির আয়োজন করে। এতে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশনসহ আরও কয়েকটি ছাত্রসংগঠনের নেতারা সংহতি জানিয়ে অংশ নেন। 

সংবাদ সম্মেলনে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, হলের সিট দখলে জড়িত ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিল করা, হলগুলোতে রাজনৈতিক ব্লকের নামে দখলদারি বন্ধ এবং নিয়মিত হল সংসদ চালু করা, বৈধ প্রক্রিয়ায় আবাসিকতা প্রদানসহ নিরাপদ পরিবেশে হলে অবস্থানের সুব্যবস্থা নিশ্চিতকরণ, হল প্রাধ্যক্ষদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।

লিখিত বক্তব্যে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, হলগুলোতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রকট আকার ধারণ করেছে। বৈধভাবে হলে সিট পাওয়া শিক্ষার্থীদের অধিকার। কিন্তু প্রশাসন সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নিয়ম অনুযায়ী হলগুলোতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সিট বরাদ্দের নিয়ম থাকলেও অধিকাংশ হলেই তা মানা হচ্ছে না। হলের সিটগুলো ছাত্রলীগের নেতা-কর্মীরা দখল করে নিয়ে শিক্ষার্থীদের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

আব্দুল মজিদ অভিযোগ করে বলেন, করোনাকালীন বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি হলে প্রায় দেড় হাজার সিট শূন্য হয়েছে, যার মধ্যে ১ হাজার ১০০টির অধিক সিটে হলভেদে সিটপ্রতি ৫-১০ হাজার টাকার বিনিময়ে উঠিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৈধ শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেওয়া এবং বৈধ আবাসিক শিক্ষার্থীদের হলে উঠতে বাধা দেওয়ার ঘটনাও নিয়মিত ঘটছে। 

এ সময় আব্দুল মজিদ সাত দিনের আলটিমেটাম দিয়ে জানান, সাত দিনের মধ্যে উপাচার্য হলের সিট দখল বন্ধে উদ্যোগ না নিলে বাসভবনের সামনে অবস্থান নেবেন। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমানুল্লাহ খান, রাবি শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মীর আলহাজ হোসেন, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত