Ajker Patrika

রাজশাহীতে অপহরণ করে একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১: ১২
রাজশাহীতে অপহরণ করে একজনকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে এক ব্যক্তিতে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত এরশাদ আলী দুলাল (৪৫) হোমিও চিকিৎসক ছিলেন। গতকাল রোববার রাতে নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত এরশাদ আলী দুলালের বাড়ি রাজশাহী নগরীর উপকণ্ঠ কচুয়াতৈল এলাকায়। 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে তাঁকে কচুয়াতৈল এলাকা থেকে অপহরণ করা হয়। রাত ৯টার দিকে নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে স্বজনেরাই দুলালকে অপহরণ করে বলে পরিবার অভিযোগ করে। অপহরণের পর চন্দ্রিমা থানায় একটি অভিযোগও করা হয়। এর ছয় ঘণ্টার মধ্যে শাহমখদুম থানা এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে রাতেই রামেকের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, ‘আমাদের থানা এলাকা থেকে মরদেহটি উদ্ধার হলেও এখানে মামলা হয়নি। চন্দ্রিমা থানার অপহরণ মামলাটিই এখন হত্যা মামলায় রূপ নেবে। হত্যাকারীদের ধরতে চন্দ্রিমা থানা-পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত