Ajker Patrika

রাজশাহীতে পরীক্ষার দাবিতে কাফনের কাপড় জড়িয়ে শিক্ষার্থীদের অনশন, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৮: ৪০
রাজশাহীতে পরীক্ষার দাবিতে কাফনের কাপড় জড়িয়ে শিক্ষার্থীদের অনশন, বিক্ষোভ

কাফনের কাপড় গায়ে জড়িয়ে দ্বিতীয় দিনের মতো অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দ্রুত সময়ে কোর্স ও পরীক্ষা শেষ করার দাবিতে আজ বুধবার দুপুরে রামেবি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

কর্মসূচিতে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সরকারি নার্সিং কলেজসহ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য বেসরকারি নার্সিং কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি চলাকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, রামেবি অধিভুক্ত ১৮টি নার্সিং কলেজে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের বিভিন্ন সেশনে বর্তমানে প্রায় ৩ হাজার শিক্ষার্থী রয়েছেন।

এর মধ্যে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীর সংখ্যা ৮৬৬ জন। গত বছরের ডিসেম্বরে এই সেশনের কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন বছরের এই সাত মাসেও পরীক্ষার ঘোষণা দিতে পারেনি রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। তাই সেশনজটের কবলে পড়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, এরই মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়েছে। ব্যতিক্রম কেবল রামেবির নার্সিং অনুষদ। এটি সারা দেশে সবচেয়ে পিছিয়ে আছে। তাই চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চতুর্থ বর্ষের সব পরীক্ষা নেওয়ার দাবি করেন তাঁরা।

কাফনের কাপড় জড়িয়ে শিক্ষার্থীদের অনশন। ছবি: আজকের পত্রিকাজানতে চাইলে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ার হাবিব বলেন, সেপ্টেম্বর মাসেই তাঁরা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষার্থীদের বিক্ষোভ দেখে তাঁরা এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন। তাই তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত