রাবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। গত সোমবার রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে (গতকাল) তাঁকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাবির সাবেক ওই শিক্ষার্থীর নাম রাশেদ রাজন (২৮)। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ থেকে পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে তিনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া তিনি ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি টানা পাঁচ বছর ক্যাম্পাসভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাম্পাস লাইভে কাজ করছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রাশেদ রাজন। সোমবার তাঁকে ডিবি পরিচয়ে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ৩০ জুলাই তাঁকে কোর্টে চালান করে দেওয়া হয়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ‘ছাত্রদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে গেছে। সে জায়গা থেকে অনেকেই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আবার যাঁরা সরাসরি যুক্ত হতে পারছেন না, তাঁরা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ছবি ভিডিও পোস্ট করে নিজে প্রতিবাদ করছেন।’
মেহেদী হাসান আরও বলেন, ‘রাশেদ রাজন ক্যাম্পাসে দীর্ঘদিন সাংবাদিকতা করায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে নিজেও দেশজুড়ে গণহত্যার প্রতিবাদ করছেন। আমরা তাঁর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। পুরো দেশটা এখন জেলখানা, যাকে ইচ্ছে তাঁকেই রাতের আঁধারে তুলে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।’
ওসি শেখ মোবারক পারভেজ আজকের পত্রিকাকে বলেন, রাশেদ রাজন নামের ওই শিক্ষার্থীকে ডিবি পুলিশ আটক করেছিলেন। পরে মতিহার থানায় পাঠানো হলে সেখান থেকে তাঁকে কোর্টে চালান করা হয়। বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
কোটা সংস্কার আন্দোলনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। গত সোমবার রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে (গতকাল) তাঁকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাবির সাবেক ওই শিক্ষার্থীর নাম রাশেদ রাজন (২৮)। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ থেকে পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে তিনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া তিনি ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি টানা পাঁচ বছর ক্যাম্পাসভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাম্পাস লাইভে কাজ করছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রাশেদ রাজন। সোমবার তাঁকে ডিবি পরিচয়ে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ৩০ জুলাই তাঁকে কোর্টে চালান করে দেওয়া হয়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ‘ছাত্রদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে গেছে। সে জায়গা থেকে অনেকেই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আবার যাঁরা সরাসরি যুক্ত হতে পারছেন না, তাঁরা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ছবি ভিডিও পোস্ট করে নিজে প্রতিবাদ করছেন।’
মেহেদী হাসান আরও বলেন, ‘রাশেদ রাজন ক্যাম্পাসে দীর্ঘদিন সাংবাদিকতা করায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে নিজেও দেশজুড়ে গণহত্যার প্রতিবাদ করছেন। আমরা তাঁর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। পুরো দেশটা এখন জেলখানা, যাকে ইচ্ছে তাঁকেই রাতের আঁধারে তুলে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।’
ওসি শেখ মোবারক পারভেজ আজকের পত্রিকাকে বলেন, রাশেদ রাজন নামের ওই শিক্ষার্থীকে ডিবি পুলিশ আটক করেছিলেন। পরে মতিহার থানায় পাঠানো হলে সেখান থেকে তাঁকে কোর্টে চালান করা হয়। বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে