Ajker Patrika

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ৩৭
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

পাবনা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে আলাদা দুটি স্থানে দুর্ঘটনা ঘটে। 

সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়। এ সময় আরেকজন আহত হন। এ ছাড়া একই উপজেলার জোতআদম এলাকায় করিমনের সঙ্গে সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। 

জানা যায়, আলাদা সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার পুঁটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বাসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)। 

সড়ক দুর্ঘটনা পর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেনএ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, আজ সকাল সাড়ে ৭টায় ভ্যানযোগে দুজন যাত্রী ধান ভাঙানোর জন্য মিলের দিকে যাচ্ছিলেন। তেলকুপি নামক স্থানে রাস্তার মাঝে হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যান। আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মোমনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পাবনা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেন। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। 

পাবনা দমকলবাহিনীর সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, রাজশাহী কন্ট্রোলরুম থেকে আতাইকুলার সড়ক দুর্ঘটনার তথ্য জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় তাঁদের একটি ইউনিট। তবে সেখানে আহত-নিহত কাউকে পাননি তারা। যাঁরা মারা গেছেন, তাঁরা স্থানীয়। স্বজনেরা আহতদের নিয়ে গেছেন। ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে থাকায় যানবাহন চলাচলে কোনো সমস্যা হয়নি।' 

সড়ক দুর্ঘটনায় নিহত সাজ্জাদ শিক্ষার্থী হোসেনঅন্যদিকে আজ সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।

শহীদ রফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এ বিষয় নিশ্চিত করে বলেন, নিহত সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে বিপরীতমুখী করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ এ বছর জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। 

এ বিষয়ে সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, 'সড়ক দুর্ঘটনার খবর এখনো পাইনি। খোঁজ-খবর নিয়ে দেখছি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত