পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে আলাদা দুটি স্থানে দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়। এ সময় আরেকজন আহত হন। এ ছাড়া একই উপজেলার জোতআদম এলাকায় করিমনের সঙ্গে সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
জানা যায়, আলাদা সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার পুঁটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বাসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।
এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, আজ সকাল সাড়ে ৭টায় ভ্যানযোগে দুজন যাত্রী ধান ভাঙানোর জন্য মিলের দিকে যাচ্ছিলেন। তেলকুপি নামক স্থানে রাস্তার মাঝে হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যান। আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মোমনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পাবনা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেন। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
পাবনা দমকলবাহিনীর সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, রাজশাহী কন্ট্রোলরুম থেকে আতাইকুলার সড়ক দুর্ঘটনার তথ্য জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় তাঁদের একটি ইউনিট। তবে সেখানে আহত-নিহত কাউকে পাননি তারা। যাঁরা মারা গেছেন, তাঁরা স্থানীয়। স্বজনেরা আহতদের নিয়ে গেছেন। ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে থাকায় যানবাহন চলাচলে কোনো সমস্যা হয়নি।'
অন্যদিকে আজ সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।
শহীদ রফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এ বিষয় নিশ্চিত করে বলেন, নিহত সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে বিপরীতমুখী করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ এ বছর জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।
এ বিষয়ে সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, 'সড়ক দুর্ঘটনার খবর এখনো পাইনি। খোঁজ-খবর নিয়ে দেখছি।'
পাবনা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে আলাদা দুটি স্থানে দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়। এ সময় আরেকজন আহত হন। এ ছাড়া একই উপজেলার জোতআদম এলাকায় করিমনের সঙ্গে সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
জানা যায়, আলাদা সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার পুঁটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বাসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।
এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, আজ সকাল সাড়ে ৭টায় ভ্যানযোগে দুজন যাত্রী ধান ভাঙানোর জন্য মিলের দিকে যাচ্ছিলেন। তেলকুপি নামক স্থানে রাস্তার মাঝে হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যান। আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মোমনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পাবনা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেন। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
পাবনা দমকলবাহিনীর সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, রাজশাহী কন্ট্রোলরুম থেকে আতাইকুলার সড়ক দুর্ঘটনার তথ্য জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় তাঁদের একটি ইউনিট। তবে সেখানে আহত-নিহত কাউকে পাননি তারা। যাঁরা মারা গেছেন, তাঁরা স্থানীয়। স্বজনেরা আহতদের নিয়ে গেছেন। ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে থাকায় যানবাহন চলাচলে কোনো সমস্যা হয়নি।'
অন্যদিকে আজ সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।
শহীদ রফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এ বিষয় নিশ্চিত করে বলেন, নিহত সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে বিপরীতমুখী করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ এ বছর জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।
এ বিষয়ে সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, 'সড়ক দুর্ঘটনার খবর এখনো পাইনি। খোঁজ-খবর নিয়ে দেখছি।'
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি-র ওপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারী শিক্ষার্থীর নাম আবদুল্লাহ নোমান।
৪৩ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে আজিজুর রহমান (৫০) ও মাসুদ রানা ওরফে মাসুম (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। এ সময় তাঁদের কাছ থেকে ৯১ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ শনিবার ভোরে গ্রেপ্তার দুজনকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগেশিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৯ ঘণ্টা আগে