রাজশাহী প্রতিনিধি
চলছে শোকের মাস আগস্ট। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শপথ নিচ্ছেন বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা ও আদর্শচর্চার। কিন্তু এই শোকের মাসেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে মেতে উঠেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের অনেক নেতা।
ক্যাম্পাসে একের পর এক অপকর্মের ঘটনায় সমালোচনার শীর্ষে রাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিতর্কিত এসব কর্মকাণ্ডে সংগঠনের গৌরবময় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন দলেরই অনেক নেতা-কর্মী। এসব ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি তাঁদের। তবে বিতর্কিতরা শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের অনুসারী হওয়ায় ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, গত ৬ আগস্ট রাবির শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের ২০ তলা নির্মাণাধীন বিজ্ঞান ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা দাবি করে মাসের শুরুতেই আলোচনায় উঠে আসেন ছাত্রলীগের ওই নেতা। সে সময় মোমিনুল ইসলাম চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের কাছে ‘ঈদ সালামি’ দাবি করার কথা জানিয়েছিলেন।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলসংলগ্ন এক দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদ খানের বিরুদ্ধে। ভুক্তভোগী দোকানি সেলিমের অভিযোগ, তাঁকে জিম্মি করে এই টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে টাকা ছিনতাইয়ের এই অভিযোগ অস্বীকার করেন ছাত্রলীগ নেতা রাশেদ।
এরপর গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান গাজী মহারাজকে ডেকে নিয়ে লাঠি ও রড দিয়ে মারধরের অভিযোগ ওঠে একই দলের অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের পর মহারাজের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মুশফিকুর রহমান প্রান্ত, মতিহার হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম সাকিব, শাহমখদুম হল শাখা ছাত্রলীগের সহসভাপতি শামীম শিকদার, সৈয়দ আমীর আলী হলের জুয়েল হোসেন ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ মিয়ার বিরুদ্ধে প্রক্টরের দপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী এই নেতা।
সর্বশেষে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক ছাত্র সামছুল ইসলামকে হলে তিন ঘণ্টা আটকে রেখে বেধড়ক মারধর ও গলায় ছুরি ধরে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, ক্যাম্পাসে তিনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন বলে চাঁদা চেয়েছিলেন ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নিজের কক্ষে ডেকে তিন ঘণ্টা নির্যাতন করা হয় তাঁকে। পরে গলায় ছুরি ধরে তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে ঘটনা খতিয়ে দেখতে রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই হলে হলে হলে সিট বাণিজ্য ও সিট দখল, ছিনতাই, চাঁদাবাজি, স্বাধীনতা দিবসের খাবার লুট, ভর্তি পরীক্ষায় প্রক্সি, শিক্ষার্থীদের কক্ষে ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন, ছাত্রীকে শ্লীলতাহানি, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের মারধর ও হেনস্তা এবং নিজেদের মধ্যে মারধরের মতো অন্তত ৩০টি বিতর্কিত ঘটনা ঘটিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিতর্কিত এসব ঘটনা দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। শোকের মাসেও থামছে না ছাত্রলীগের এসব বিতর্কিত কর্মকাণ্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা বলেন, ছাত্রলীগ ঐতিহ্যবাহী একটি সংগঠন। এই সংগঠনের নাম ভাঙিয়ে অপকর্ম সংঘটনের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন কিছু নেতা-কর্মী। এসব নেতার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে সুযোগ নেবে অন্য ছাত্র সংগঠন।
নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেসব অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
ছাত্রলীগের এসব বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা যেসব অভিযোগ পেয়েছি, তার সবগুলোই তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে প্রতিবেদন দেব। শৃঙ্খলা কমিটি ব্যবস্থা গ্রহণ করবে।’
চলছে শোকের মাস আগস্ট। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শপথ নিচ্ছেন বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা ও আদর্শচর্চার। কিন্তু এই শোকের মাসেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে মেতে উঠেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের অনেক নেতা।
ক্যাম্পাসে একের পর এক অপকর্মের ঘটনায় সমালোচনার শীর্ষে রাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিতর্কিত এসব কর্মকাণ্ডে সংগঠনের গৌরবময় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন দলেরই অনেক নেতা-কর্মী। এসব ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি তাঁদের। তবে বিতর্কিতরা শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের অনুসারী হওয়ায় ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, গত ৬ আগস্ট রাবির শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের ২০ তলা নির্মাণাধীন বিজ্ঞান ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা দাবি করে মাসের শুরুতেই আলোচনায় উঠে আসেন ছাত্রলীগের ওই নেতা। সে সময় মোমিনুল ইসলাম চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের কাছে ‘ঈদ সালামি’ দাবি করার কথা জানিয়েছিলেন।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলসংলগ্ন এক দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদ খানের বিরুদ্ধে। ভুক্তভোগী দোকানি সেলিমের অভিযোগ, তাঁকে জিম্মি করে এই টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে টাকা ছিনতাইয়ের এই অভিযোগ অস্বীকার করেন ছাত্রলীগ নেতা রাশেদ।
এরপর গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান গাজী মহারাজকে ডেকে নিয়ে লাঠি ও রড দিয়ে মারধরের অভিযোগ ওঠে একই দলের অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের পর মহারাজের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মুশফিকুর রহমান প্রান্ত, মতিহার হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম সাকিব, শাহমখদুম হল শাখা ছাত্রলীগের সহসভাপতি শামীম শিকদার, সৈয়দ আমীর আলী হলের জুয়েল হোসেন ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ মিয়ার বিরুদ্ধে প্রক্টরের দপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী এই নেতা।
সর্বশেষে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক ছাত্র সামছুল ইসলামকে হলে তিন ঘণ্টা আটকে রেখে বেধড়ক মারধর ও গলায় ছুরি ধরে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, ক্যাম্পাসে তিনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন বলে চাঁদা চেয়েছিলেন ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নিজের কক্ষে ডেকে তিন ঘণ্টা নির্যাতন করা হয় তাঁকে। পরে গলায় ছুরি ধরে তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে ঘটনা খতিয়ে দেখতে রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই হলে হলে হলে সিট বাণিজ্য ও সিট দখল, ছিনতাই, চাঁদাবাজি, স্বাধীনতা দিবসের খাবার লুট, ভর্তি পরীক্ষায় প্রক্সি, শিক্ষার্থীদের কক্ষে ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন, ছাত্রীকে শ্লীলতাহানি, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের মারধর ও হেনস্তা এবং নিজেদের মধ্যে মারধরের মতো অন্তত ৩০টি বিতর্কিত ঘটনা ঘটিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিতর্কিত এসব ঘটনা দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। শোকের মাসেও থামছে না ছাত্রলীগের এসব বিতর্কিত কর্মকাণ্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা বলেন, ছাত্রলীগ ঐতিহ্যবাহী একটি সংগঠন। এই সংগঠনের নাম ভাঙিয়ে অপকর্ম সংঘটনের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন কিছু নেতা-কর্মী। এসব নেতার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে সুযোগ নেবে অন্য ছাত্র সংগঠন।
নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেসব অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
ছাত্রলীগের এসব বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা যেসব অভিযোগ পেয়েছি, তার সবগুলোই তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে প্রতিবেদন দেব। শৃঙ্খলা কমিটি ব্যবস্থা গ্রহণ করবে।’
সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারা যাচ্ছে বিলের মাছ। গত কয়েক দিন ধরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো ভেসে উঠতে থাকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষি আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর
৭ মিনিট আগেঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানে সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর
১ ঘণ্টা আগেপাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় দুই অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে