উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুদিন ধরে হালকা হলুদ ও সাদা রঙের মুখপোড়া একটি হনুমান লোকালয়ে এবং গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। গতকাল শনিবার উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের আক্তার হোসেনের বাড়ির একটি গাছে প্রথম দেখা যায় এটি।
আজ রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ ও কাটারমহল গ্রামের বিভিন্ন বাড়ি এবং বাগানে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। মানুষ দেখলেই ভয় পাচ্ছে। গাছ থেকে মাটিতে নামছে না। উৎসুক লোকজন মাঝে মাঝে নিচ থেকে গাছের ডালে কলা ও পাউরুটি ছুড়ে দিচ্ছেন। হনুমানটি সেগুলো ধরে খেলেও বেশিক্ষণ একস্থানে অবস্থান করছে না।
মোড়দহ গ্রামের বাসিন্দা হান্নান আলী জানান, শনিবার সকালে আক্তার হোসেনের বাড়ির একটি গাছে প্রথম হনুমানটি দেখা যায়। লোকজন এগিয়ে এলে এটি দ্রুত অন্যত্র চলে যায়। তবে স্থানীয় লোকজন তাকে খাবার দিলেও কেউ তাকে বিরক্ত করছে না। এই খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে, এটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তবে বিষয়টি সিরাজগঞ্জ জেলা বন বিভাগকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা বন কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হনুমানের উপস্থিতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আসলে ভারত থেকে ঝাড়খন্ড হয়ে অনেক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসে। অনেক বনের পাশ দিয়ে ট্রাক চলাচলের সময় দলছুট হনুমান ট্রাকে চেপে বসে এ দেশে চলে আসে। পরে ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলে। হনুমানটি ভারত থেকে এসেছে বলে আমাদের ধারণা করা হচ্ছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘হনুমান ধরার সরঞ্জাম জেলা অফিসে নেই। বিষয়টি রাজশাহী বিভাগীয় বন অফিসে জানানো হয়েছে। সেখান থেকে এটিকে ধরার প্রস্তুতি চলছে।’ হনুমানটিকে কোনোরকম আঘাত বা বিরক্ত না করার জন্য সংশ্লিষ্ট এলাকার লোকজনকে অনুরোধ জানিয়েছেন তিনি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুদিন ধরে হালকা হলুদ ও সাদা রঙের মুখপোড়া একটি হনুমান লোকালয়ে এবং গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। গতকাল শনিবার উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের আক্তার হোসেনের বাড়ির একটি গাছে প্রথম দেখা যায় এটি।
আজ রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ ও কাটারমহল গ্রামের বিভিন্ন বাড়ি এবং বাগানে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। মানুষ দেখলেই ভয় পাচ্ছে। গাছ থেকে মাটিতে নামছে না। উৎসুক লোকজন মাঝে মাঝে নিচ থেকে গাছের ডালে কলা ও পাউরুটি ছুড়ে দিচ্ছেন। হনুমানটি সেগুলো ধরে খেলেও বেশিক্ষণ একস্থানে অবস্থান করছে না।
মোড়দহ গ্রামের বাসিন্দা হান্নান আলী জানান, শনিবার সকালে আক্তার হোসেনের বাড়ির একটি গাছে প্রথম হনুমানটি দেখা যায়। লোকজন এগিয়ে এলে এটি দ্রুত অন্যত্র চলে যায়। তবে স্থানীয় লোকজন তাকে খাবার দিলেও কেউ তাকে বিরক্ত করছে না। এই খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে, এটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তবে বিষয়টি সিরাজগঞ্জ জেলা বন বিভাগকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা বন কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হনুমানের উপস্থিতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আসলে ভারত থেকে ঝাড়খন্ড হয়ে অনেক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসে। অনেক বনের পাশ দিয়ে ট্রাক চলাচলের সময় দলছুট হনুমান ট্রাকে চেপে বসে এ দেশে চলে আসে। পরে ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলে। হনুমানটি ভারত থেকে এসেছে বলে আমাদের ধারণা করা হচ্ছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘হনুমান ধরার সরঞ্জাম জেলা অফিসে নেই। বিষয়টি রাজশাহী বিভাগীয় বন অফিসে জানানো হয়েছে। সেখান থেকে এটিকে ধরার প্রস্তুতি চলছে।’ হনুমানটিকে কোনোরকম আঘাত বা বিরক্ত না করার জন্য সংশ্লিষ্ট এলাকার লোকজনকে অনুরোধ জানিয়েছেন তিনি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৬ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৯ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৮ মিনিট আগে