পাবনা সদর ও বেড়া প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলায় এক বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃদ্ধের নাম সৈয়দ শামছুর রহমান। তিনি নাটোরের লালপুর উপজেলার দয়রামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বৃদ্ধ (৯০) লোকটি বেড়া উপজেলার কাজীরহাট এলাকায় রাস্তার ওপর অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। তিনি অসুস্থতার কারণে খুব বেশি তথ্য দিতে পারছেন না। শুধু নাম আর ঠিকানা বলতে পারছেন। তিনি এখানে কীভাবে এলেন জানতে চাইলে জানিয়েছেন, তিনি অনেক দিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন। সন্তানেরা চিকিৎসা না করে এখানে ফেলে গেছে। স্থানীয়রা জানান, তিনি বারবার একটা কথাই সবাইকে বলছিলেন, ‘আমাকে আপনারা চিকিৎসা করান।’
বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলীর। তিনি শুক্রবার রাতে ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শনিবার সকালে ইউএনও নতুন জামা-কাপড় নিয়ে তাঁকে দেখতে যান। এ সময় বৃদ্ধের শরীরের অবস্থা বিবেচনায় চিকিৎসকের সঙ্গে কথা বলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও।
এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমাতুয-যোহরা বলেন, বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পায়ে পচন ও পোকা ধরেছে। ডায়বেটিস উচ্চমাত্রায় থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, বৃদ্ধের চিকিৎসার সব ব্যয়ভার বেড়া উপজেলা প্রশাসন বহন করবে। বর্তমানে তিনি খুব অসুস্থ হওয়ায় কথা বলতে পারছেন না। সেজন্য এখনো তাঁর বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না। একটু সুস্থ হলেই সব তথ্য পাওয়া যাবে। তখন তাঁকে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
পাবনার বেড়া উপজেলায় এক বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃদ্ধের নাম সৈয়দ শামছুর রহমান। তিনি নাটোরের লালপুর উপজেলার দয়রামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বৃদ্ধ (৯০) লোকটি বেড়া উপজেলার কাজীরহাট এলাকায় রাস্তার ওপর অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। তিনি অসুস্থতার কারণে খুব বেশি তথ্য দিতে পারছেন না। শুধু নাম আর ঠিকানা বলতে পারছেন। তিনি এখানে কীভাবে এলেন জানতে চাইলে জানিয়েছেন, তিনি অনেক দিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন। সন্তানেরা চিকিৎসা না করে এখানে ফেলে গেছে। স্থানীয়রা জানান, তিনি বারবার একটা কথাই সবাইকে বলছিলেন, ‘আমাকে আপনারা চিকিৎসা করান।’
বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলীর। তিনি শুক্রবার রাতে ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শনিবার সকালে ইউএনও নতুন জামা-কাপড় নিয়ে তাঁকে দেখতে যান। এ সময় বৃদ্ধের শরীরের অবস্থা বিবেচনায় চিকিৎসকের সঙ্গে কথা বলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও।
এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমাতুয-যোহরা বলেন, বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পায়ে পচন ও পোকা ধরেছে। ডায়বেটিস উচ্চমাত্রায় থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, বৃদ্ধের চিকিৎসার সব ব্যয়ভার বেড়া উপজেলা প্রশাসন বহন করবে। বর্তমানে তিনি খুব অসুস্থ হওয়ায় কথা বলতে পারছেন না। সেজন্য এখনো তাঁর বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না। একটু সুস্থ হলেই সব তথ্য পাওয়া যাবে। তখন তাঁকে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
৮ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
১১ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
২২ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
২৪ মিনিট আগে