Ajker Patrika

নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর এজেন্টকে তুলে এনে পেটালেন ইউপি সদস্য

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ০৩
নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর এজেন্টকে তুলে এনে পেটালেন ইউপি সদস্য

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে পেটানোর অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল মারুফ নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সাতজন মিলে লাবু শেখ নামের ওই এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়েছে বলে জানা যায়। 

জানা যায়, ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামের মৃত কুরমান শেখের ছেলে লাবু শেখ। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তিনি ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. রুহুল আমিনের (ফুটবল) এজেন্ট ছিলেন। ওই ওয়ার্ড থেকে আব্দুল্লাহ আল মারুফ (তালা মার্কা) নামের একজন ইউপি সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তাঁর নেতৃত্বে সাতজন মিলে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে কাঠের বাটাম দিয়ে পেটান। 

পরাজিত প্রার্থী সাবেক মেম্বর রুহুল আমিন বলেন, রোববার (২৬ ডিসেম্বর) নির্বাচনে নান্দিনা কামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফুটবল প্রতীকের এজেন্ট ছিলেন লাবু শেখ। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ ও তাঁর সমর্থকেরা ভোটকেন্দ্রেই তাঁকে হুমকি দেয়। নির্বাচনে তাঁরা জয়লাভ করলে সোমবার দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লাবুকে বাটাম দিয়ে পেটানো হয়। 

মারধরের বিষয়ে মন্তব্যের জন্য নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে কামারখন্দ থানায় লিখিত অভিযোগ করেছেন লাবু শেখ। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত