Ajker Patrika

বগুড়া-৪ উপনির্বাচন: ভোটকেন্দ্রে ভোটার নেই, মাঠে রোদ পোহাচ্ছে কুকুর

নাজমুল হাসান সাগর, বগুড়া থেকে
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৫২
বগুড়া-৪ উপনির্বাচন: ভোটকেন্দ্রে ভোটার নেই, মাঠে রোদ পোহাচ্ছে কুকুর

আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বগুড়ার দুটি সংসদীয় আসনে (বগুড়া-৪ ও বগুড়া-৬) ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পেরোলেও ভোটার উপস্থিতি একেবারেই কম। গ্রাম ও শহরের ভোটকেন্দ্রগুলোতে একই চিত্র লক্ষ করা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম সদরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের তেমন উপস্থিতি নেই। ভোট শুরুর চার ঘণ্টা অতিবাহিত হলেও নন্দীগ্রাম সদরের তিন কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৭৪৯টি। 

কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। শূন্য মাঠে শুয়ে রোদ পোহাচ্ছে কুকুর। নন্দীগ্রাম সদরের সবগুলো ভোটকেন্দ্রেই ভোটারদের অনুপস্থিতির এমন চিত্র ফুটে উঠেছে।

নন্দীগ্রাম সদরের কেন্দ্রগুলো হলো—কাজী ওয়াজেদ বালিকা উচ্চবিদ্যালয়, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

কাজী ওয়াজেদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই। ফাঁকা মাঠে শুয়ে আছে কুকুরদুপুর ১টার দিকে প্রথম দুটি কেন্দ্রের সামনে কোনো ভোটার দেখা যায়নি, সেখান মাঠে রোদের মধ্যে কুকুর শুয়ে থাকতে দেখা যায়।  

কাজী ওয়াজেদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম। এই কেন্দ্রে মহিলা ভোটার বেশি। তাই আশা করছি দুপুরের পর ভোটার বাড়বে।’ 

নন্দীগ্রাম সদরের সবগুলো কেন্দ্রে একই চিত্র দেখা গেছেনন্দীগ্রাম মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. সামছুল আলম বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি একেবারে কম ছিল। প্রথম দিকে ভোট পড়েছে শতকরা ২ ভাগ। যদিও এটা ধীরে ধীরে বাড়ছে। পরে লোকজন বাড়বে কি না, বলতে পারছি না।’ 

কলেজপাড়া থেকে ভোট দিতে আসা জেমি খাতুনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘আমি ভোট দিনু, আর কেউ নাই।’ 

প্রথমবার ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট তো দিনু, আমার ভোট কাত পইল সেডা বুঝিনি। কিন্তু ভোট খুব সহজে দেওয়া গেছে।’ 

নন্দীগ্রাম সদরের তিন কেন্দ্রে চার ঘণ্টায় ভোট পেড়েছে ৭৪৯টিসার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) উপনির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য প্রতিটি ভোটকেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত