Ajker Patrika

বাঘায় আমগাছে ঝুলছিল মরদেহ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৫২
বাঘায় আমগাছে ঝুলছিল মরদেহ

রাজশাহীর বাঘায় আমগাছে ঝুলন্ত অবস্থায় আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা হাটপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আনিছুর রহমান ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

আনিছুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ছেলেকে নিয়ে রাতের খাবার খান আনিছুর। পরে বাড়ির পাশে বাজারে যান তিনি। সেখান থেকে ফিরতে দেরি হওয়ায় শ্বশুর আলিমুদ্দিন ও ভাশুর আনজারুল ইসলাম খুঁজতে থাকেন। বাড়ির ১০০ গজ দূরে আমগাছে রশিতে ঝুলতে দেখেন তাঁকে। সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে অনেক আগে মারা গেছেন বলে জানান স্থানীয় চিকিৎসক। তিনি মানসিক রোগে ভুগছিলেন।

আনিছুর রহমানের বাবা আলিমুদ্দিন বলেন, ‘আনিছুর দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। তাকে পাবনা মানসিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। সে নিয়মিত ওষুধ সেবন না করায় মানসিক রোগের কারণে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’ 

বাউসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আখের উদ্দিন বলেন, পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাদী না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলাম জানান, আনিছুর রহমানের মানসিক রোগের ব্যবস্থাপত্র দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত