Ajker Patrika

গোপনে এসে দায়িত্ব হস্তান্তর করেছেন শরীয়তপুরের সাবেক ডিসি আশরাফ

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। ছবি: সংগৃহীত
শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। ছবি: সংগৃহীত

এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর গতকাল রোববার গোপনে এসে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন।

এদিকে সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে আহ্বায়ক করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতেই একটি প্রাইভেট গাড়িতে করে শরীয়তপুর ত্যাগ করেন আশরাফ উদ্দিন।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে।

এরপর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ওয়াহিদ হোসেনকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক করা হয়।

ওএসডি হওয়া ডিসি আশরাফ উদ্দিন রোববার সকালে গোপনে শরীয়তপুরে এসে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেন বলেন, সাবেক জেলা প্রশাসক আশরাফ উদ্দিন গোপনে এসে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। তবে তিনি জেলা প্রশাসকের কার্যালয় কিংবা তাঁর বাসভবনে আসেননি।

এদিকে নতুন করে সাবেক জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে কান্নায় বুক ভাসাতে দেখা গেছে। ভিডিওতে কান্নাকাটি করে প্রেমিকার উদ্দেশে তাঁকে বারবার বলতে শোনা যায়, ‘জান, তুমি অন্তত ভালো থাকো জান।’

জেলা প্রশাসন সূত্র বলেছে, ডিসি আশরাফ উদ্দিন ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নিউরো ডেভেলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডিসি আশরাফ উদ্দিনকে বলতে শোনা যায়, ‘অনেক স্বপ্ন ছিল আজকে তোমার সঙ্গে আমার দেখা হবে। অন্তর্যামী জানে, আমি তোমাকে যে ভালোবেসেছি, সেটা ভণ্ডামি ছিল না সত্যি ছিল, নাকি কোনো লোভে তোমাকে ভালোবেসেছি। কিন্তু তুমি আমাকে ভণ্ড-প্রতারক-লোভী বলে সার্টিফিকেট দিয়েছ। এর প্রতিবাদ কী করব, এর প্রতিবাদ কি করা যায়? যেখানে প্রেমিক সম্পর্কে এ ধরনের ধারণা, মানসিকতা; সেখানে প্রতিবাদ করতে গেলে আরও বেশি হেনস্তার শিকার হব আমি। আমার না আছে টাকা, না আছে ক্ষমতা, না আছে তারুণ্য, কিছুই নেই আমার...টাকাপয়সা তোমার যেমন আছে, তোমার বাবা-মায়ের আছে, তোমার স্বামীর আছে। তোমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বন্ধু...একটা কথা মনে রেখো, উপরওয়ালা সাক্ষী, আমি তোমার সঙ্গে কখনোই প্রতারণা করিনি। আমি তোমাকে কখনোই ক্ষতি করব না। আমি নিজেকে তিলে তিলে শেষ করব। আমি দেখব কতটা অধঃপতন আমার হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত