রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবাসিকতা থাকলে ছাত্রলীগ নেতা-কর্মীরা হলে অবস্থান করতে পারবেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে হল প্রাধ্যক্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী রোববার সকাল ১০টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। এরপর হলগুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় তল্লাশি চালানো হবে। তল্লাশি চালিয়ে হলগুলো নিরস্ত্র করে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা দেওয়া হবে। এর আগে ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামত করা হবে।’
অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘যাদের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১০ দিন অতিক্রম হয়েছে, তাদেরও হল ত্যাগ করতে হবে। হলে কোনোভাবেই কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না। আর নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি হল ত্যাগ না করলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।’
আবাসিক ছাত্রলীগ নেতা-কর্মীদের হলে থাকার বিষয়ে সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক বলেন, ‘যারা হলের আবাসিক শিক্ষার্থী, যারা বৈধ পন্থায় হলে সিট পেয়েছে তারা হলে থাকতে পারবে। সে যেই দলই করুক না কেন। তবে কারও বিরুদ্ধে যদি ফৌজদারি, রাষ্ট্রবিরোধী কিংবা মানবতাবিরোধী কোনো অভিযোগ থাকে তাহলে তার ভিত্তিতে হল প্রশাসন চাইলে তার আবাসিকতা বাতিল করতে পারে। অন্যথায় তারা হলেই অবস্থান করতে পারবে। হল প্রশাসন এ জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।’
সভায় ১৭টি হলের প্রাধ্যক্ষসহ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবাসিকতা থাকলে ছাত্রলীগ নেতা-কর্মীরা হলে অবস্থান করতে পারবেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে হল প্রাধ্যক্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী রোববার সকাল ১০টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। এরপর হলগুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় তল্লাশি চালানো হবে। তল্লাশি চালিয়ে হলগুলো নিরস্ত্র করে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা দেওয়া হবে। এর আগে ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামত করা হবে।’
অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘যাদের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১০ দিন অতিক্রম হয়েছে, তাদেরও হল ত্যাগ করতে হবে। হলে কোনোভাবেই কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না। আর নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি হল ত্যাগ না করলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।’
আবাসিক ছাত্রলীগ নেতা-কর্মীদের হলে থাকার বিষয়ে সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক বলেন, ‘যারা হলের আবাসিক শিক্ষার্থী, যারা বৈধ পন্থায় হলে সিট পেয়েছে তারা হলে থাকতে পারবে। সে যেই দলই করুক না কেন। তবে কারও বিরুদ্ধে যদি ফৌজদারি, রাষ্ট্রবিরোধী কিংবা মানবতাবিরোধী কোনো অভিযোগ থাকে তাহলে তার ভিত্তিতে হল প্রশাসন চাইলে তার আবাসিকতা বাতিল করতে পারে। অন্যথায় তারা হলেই অবস্থান করতে পারবে। হল প্রশাসন এ জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।’
সভায় ১৭টি হলের প্রাধ্যক্ষসহ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
১ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে