প্রতিনিধি, বেড়া, (পাবনা)
কবি ছড়াকার ও বহু কালজয়ী গানের গীতিকার ফজল-এ-খোদা সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফজলে খোদা পাবনার কৃতি সন্তান। তিনি ১৯৪১ পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায় জন্ম গ্রহণ করেন। ফজলে-এ-খোদা 'সালাম সালাম হাজার সালাম’সহ বহু দেশাত্মবোধক ও জনপ্রিয় গানের গীতিকার। শুধু তাই নয়, বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম গানটি’ রয়েছে ১২ তম স্থানে।
পারিবারিক সূত্রে জানা গেছে তিনি সস্ত্রীক করোনা আক্রান্ত হয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ছেলে সজীব জানান, মা কিছুটা সুস্থ হচ্ছেন কিন্তু বাবার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বাবা-মার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
ফজল-এ-খোদা'র বহু কালজয়ী গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙরে’, ‘খোকন মণি রাগ করে না’।
ফজল এ খোদা বাংলাদেশ বেতারে ১৯৬৩ এবং বাংলাদেশ টেলিভিশনে ১৯৬৪ সালে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত এবং ইসলামিক গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন। ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালক।
কবি ছড়াকার ও বহু কালজয়ী গানের গীতিকার ফজল-এ-খোদা সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফজলে খোদা পাবনার কৃতি সন্তান। তিনি ১৯৪১ পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায় জন্ম গ্রহণ করেন। ফজলে-এ-খোদা 'সালাম সালাম হাজার সালাম’সহ বহু দেশাত্মবোধক ও জনপ্রিয় গানের গীতিকার। শুধু তাই নয়, বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম গানটি’ রয়েছে ১২ তম স্থানে।
পারিবারিক সূত্রে জানা গেছে তিনি সস্ত্রীক করোনা আক্রান্ত হয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ছেলে সজীব জানান, মা কিছুটা সুস্থ হচ্ছেন কিন্তু বাবার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বাবা-মার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
ফজল-এ-খোদা'র বহু কালজয়ী গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙরে’, ‘খোকন মণি রাগ করে না’।
ফজল এ খোদা বাংলাদেশ বেতারে ১৯৬৩ এবং বাংলাদেশ টেলিভিশনে ১৯৬৪ সালে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত এবং ইসলামিক গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন। ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালক।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৪ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১০ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৩ মিনিট আগে