Ajker Patrika

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন ফজল-এ-খোদা

প্রতিনিধি, বেড়া, (পাবনা) 
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন ফজল-এ-খোদা

কবি ছড়াকার ও বহু কালজয়ী গানের গীতিকার ফজল-এ-খোদা সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ফজলে খোদা পাবনার কৃতি সন্তান। তিনি ১৯৪১ পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায় জন্ম গ্রহণ করেন। ফজলে-এ-খোদা 'সালাম সালাম হাজার সালাম’সহ বহু দেশাত্মবোধক ও জনপ্রিয় গানের গীতিকার। শুধু তাই নয়, বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম গানটি’ রয়েছে ১২ তম স্থানে। 

পারিবারিক সূত্রে জানা গেছে তিনি সস্ত্রীক করোনা আক্রান্ত হয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ছেলে সজীব জানান, মা কিছুটা সুস্থ হচ্ছেন কিন্তু বাবার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বাবা-মার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। 

ফজল-এ-খোদা'র বহু কালজয়ী গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙরে’, ‘খোকন মণি রাগ করে না’। 

ফজল এ খোদা বাংলাদেশ বেতারে ১৯৬৩ এবং বাংলাদেশ টেলিভিশনে ১৯৬৪ সালে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত এবং ইসলামিক গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন। ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত