Ajker Patrika

বড়াইগ্রামে ‘মিথ্যা মামলা’ দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৯: ৫৫
বড়াইগ্রামে ‘মিথ্যা মামলা’ দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

নাটোরের বড়াইগ্রামে জনবসতিপূর্ণ এলাকায় এক ওষুধ কোম্পানির কারখানা চালু করায় গ্রামবাসী প্রতিবাদ করেন। এর জেরে গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এতে মানববন্ধন করেছেন তাঁরা। 

আজ মঙ্গলবার উপজেলার গড়মাটি এলাকার বাসিন্দারা জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন ওই গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে ভুক্তভোগী সাইদুর রহমান সেন্টু, রওশন আলম, আম্বিয়া বেগম, তানিয়া বেগম ও ওষুধ কোম্পানির কর্মী জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 

সাইদুর রহমান সেন্টু বলেন, কয়েক বছর আগে গড়মাটি গ্রামে আবাসিক এলাকায় মোজাফ্ফর হোসেন জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কারখানা চালু করেন। তিনি এ কারখানার বর্জ্য ও দূষিত পানি ফেলে আশপাশের পরিবেশ দূষণ করেন। এখানে এর আগে র‍্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করাসহ কারখানা সিলগালা করে দেয়। কিন্তু কিছুদিন পর তারা পুনরায় কারখানা চালু করেন। 

গ্রামবাসী পরিবেশ দূষণ ও যৌন উত্তেজকসহ নকল ওষুধ তৈরির প্রতিবাদ করলে মোজাফ্ফর হোসেন ও তার জামাতা আবু জাফর ছিনতাই, মাছ চুরি, ইভটিজিংসহ নানা অভিযোগে গ্রামের ২ শতাধিক নিরীহ মানুষের নামে আটটি মামলা করেন। এমনকি ষাটোর্ধ্ব দুই আপন ভাই ও তাদের মামার নামে ইভটিজিংয়ের মামলা দিয়ে হয়রানি করেন। তার মামলা থেকে প্রবাসীরাও রেহাই পায়নি। এ ছাড়া কোম্পানিতে কর্মী নিয়োগের সময় ফাঁকা চেক নিয়ে পরে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মামলা দিয়ে হয়রানি করেন। 

এসব মামলা চালাতে গিয়ে গ্রামের নিরীহ মানুষের পথে বসার উপক্রম হয়েছে। তাঁরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ মোজাফ্ফরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নকল ওষুধ তৈরির কারখানা বন্ধের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা। 

এ বিষয়ে কথা বলার জন্য মোজাফ্ফর হোসেনের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে তারা জামাতা আবু জাফর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কিছু লোক আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা এ মানববন্ধন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত