Ajker Patrika

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই পড়ার শর্তে গাঁজাসেবী ৫ কিশোরের মুক্তি

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৯: ৪১
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই পড়ার শর্তে গাঁজাসেবী ৫ কিশোরের মুক্তি

জয়পুরহাট শহরের একটি পেয়ারা বাগানে বসে আড্ডা দেওয়ার নামে গাঁজা সেবন করছিল পাঁচজন কিশোর। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থল থেকে ওই পাঁচ কিশোরকে আটক করে সদর থানা–পুলিশ। 

তবে আটকের পর ১ মাস বই পড়ার শর্তে তাদের সংশোধনের সুযোগ দিয়েছে পুলিশ। আটক কিশোরদের পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পাঁচ কিশোরকে আটক করা হয়। তাঁদের বয়স ১৬-১৭ বছর। আটকের পর তাঁদের অভিভাবকদের খবর দেওয়া হয়। অভিভাবকেরা থানায় আসার পর ‘আর নেশা করবে না’ বলে মুচলেকা দিয়েছে ওই পাঁচ কিশোর।’ 

ওসি আরও বলেন, ‘ওই পাঁচ কিশোরকে বই পড়ার শর্ত দিয়ে পাঁচটি বই দেওয়া হয়েছে। বইগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বঙ্গবন্ধুর জীবন নিয়ে লেখা। শর্ত মেনে তারা এক মাস পরে, অভিভাবকদের সঙ্গে নিয়ে এসে বইগুলো ফেরত দেবে। তখন বোঝা যাবে তারা কতটা সংশোধন হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত