Ajker Patrika

রাবিতে অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার

রাবি প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২০: ১২
রাবিতে অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে একটি অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের পাশের একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্যবিশিষ্ট একটি এক্সপার্ট টিম রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করে। 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মারুফ নামে মেহেরচণ্ডীর এক বাসিন্দা কৃষি অনুষদের পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য নামেন। এ সময় তিনি ইটসদৃশ কিছু একটা দেখতে পান। পরে এটি তুলে এনে কৃষি অনুষদের ফ্লাইওভারসংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে একটি রকেট লঞ্চার পাওয়া গেছে। আমি দুজন সহকারী প্রক্টরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টা পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে এটি নিষ্ক্রিয় করে। 

উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল এবং এর তিন দিন পর ৩০ এপ্রিল আরও দুটি মর্টারশেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত