বগুড়া প্রতিনিধি
বগুড়ায় শীতের প্রভাবে শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি হচ্ছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে। গত দুই মাসে জেলায় প্রায় ৩ হাজার ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। একই সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২ শতাধিক শিশু।
আজ সোমবার মোহাম্মদ আলী হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ২১ এবং নিউমোনিয়া নিয়ে ৬ শিশু ভর্তি ছিল। চিকিৎসকেরা বলছেন, খেজুরের রস পান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। এ ছাড়াও শীত বাড়ালে প্রতি বছরই ডায়রিয়া ও নিউমোনিয়া বাড়তে থাকে।
ভর্তি থাকা সারিয়াকান্দির দেবডাঙ্গা গ্রামের ১৯ মাস বয়সী শিশু মুসকানের মা পূর্ণিমা এবং ধুনটের রামনগর গ্রামের ১৪ মাস বয়সী শিশু আব্দুল্লার মা সুখী বেগম জানান, গ্রামে শীত অনেক বেশি। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। এ কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
অন্যদিকে জেলা শহরের নিশিন্দারা এলাকার জাকির হোসেন জানান, তাঁর দুই সন্তান আফিয়া আহমেদ ও সাদ খেজুরের রস পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ উপজেলায় গত নভেম্বর মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ হাজার ৪১১ জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৪৬ জন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ডিসেম্বর মাসে এই সংখ্যা ছিল যথাক্রমে ১ হাজার ৫০৯ জন ও ৯১ জন। আক্রান্তদের অধিকাংশই শিশু।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন কাজল বলেন, প্রতিবছরই শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ বাড়ে। এবারও বেড়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা রয়েছে। তিনি পরামর্শ দেন, শীতকালে শিশুদের খাবার নিয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি ঠান্ডা লাগানো যাবে না।
বগুড়ায় শীতের প্রভাবে শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি হচ্ছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে। গত দুই মাসে জেলায় প্রায় ৩ হাজার ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। একই সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২ শতাধিক শিশু।
আজ সোমবার মোহাম্মদ আলী হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ২১ এবং নিউমোনিয়া নিয়ে ৬ শিশু ভর্তি ছিল। চিকিৎসকেরা বলছেন, খেজুরের রস পান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। এ ছাড়াও শীত বাড়ালে প্রতি বছরই ডায়রিয়া ও নিউমোনিয়া বাড়তে থাকে।
ভর্তি থাকা সারিয়াকান্দির দেবডাঙ্গা গ্রামের ১৯ মাস বয়সী শিশু মুসকানের মা পূর্ণিমা এবং ধুনটের রামনগর গ্রামের ১৪ মাস বয়সী শিশু আব্দুল্লার মা সুখী বেগম জানান, গ্রামে শীত অনেক বেশি। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। এ কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
অন্যদিকে জেলা শহরের নিশিন্দারা এলাকার জাকির হোসেন জানান, তাঁর দুই সন্তান আফিয়া আহমেদ ও সাদ খেজুরের রস পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ উপজেলায় গত নভেম্বর মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ হাজার ৪১১ জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৪৬ জন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ডিসেম্বর মাসে এই সংখ্যা ছিল যথাক্রমে ১ হাজার ৫০৯ জন ও ৯১ জন। আক্রান্তদের অধিকাংশই শিশু।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন কাজল বলেন, প্রতিবছরই শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ বাড়ে। এবারও বেড়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা রয়েছে। তিনি পরামর্শ দেন, শীতকালে শিশুদের খাবার নিয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি ঠান্ডা লাগানো যাবে না।
চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৪ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
৪ মিনিট আগেনতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
৮ মিনিট আগে