Ajker Patrika

সিরাজগঞ্জে ভ্যান উল্টে প্রাণ গেল কলেজছাত্রীর

সিরাজগঞ্জ প্রতিনিধি  
কলেজছাত্রী ইশরাত জাহান। ছবি: সংগৃহীত
কলেজছাত্রী ইশরাত জাহান। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে ইশরাত জাহান (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কলেজছাত্রী ইশরাত জাহান উল্লাপাড়া উপজেলার গুয়াগাঁতী গ্রামের আসলাম উদ্দিনের মেয়ে এবং উল্লাপাড়ার এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কলেজ থেকে ব্যাটারিচালিত ভ্যানে ইশরাতসহ তিনজন বাড়ি ফিরছিলেন। পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া বোয়ালিয়া কবরস্থানের এলাকায় পৌঁছালে ভ্যানটি উল্টে যায়। এতে ইশরাত গুরুতর আহত হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘ইশরাত স্কুলের রোভার ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইশরাত অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। কলেজে তার বেশ সুনাম ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত