Ajker Patrika

রাবিতে ‘অশোভন’ আচরণের অভিযোগে ছাত্রীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৪২
রাবিতে ‘অশোভন’ আচরণের অভিযোগে ছাত্রীকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ‘অশোভন’ আচরণের অভিযোগে এক ছাত্রীকে শোকজ করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ওই ছাত্রীর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এতে ওই ছাত্রীকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত ওই শোকজের চিঠিতে বলা হয়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ‘ঘুটঘুটে’ অন্ধকারের মধ্যে সাতজন ছেলে ও একজন মেয়ের সঙ্গে বসে ছিলেন। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিচয় জানতে চাইলে ওই ছাত্রী তাঁদের সঙ্গে ‘তর্ক’ ও ‘অসদাচরণ’ করেন। এ ছাড়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন মানবেন না, নিজের মতো চলবেন এবং প্রক্টরিয়াল বডিকে যা পারে তা করতে বলেন।

ওই ছাত্রীর এই বক্তব্যকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে শোকজের ওই চিঠিতে আরও বলা হয়, এটি প্রচলিত নিয়মের লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ করে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। অন্যথায় একতরফাভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। 
 
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রী বলেন, ‘আমরা কয়েকজন মিলে রাত সাড়ে ৮টার দিকে গান করছিলাম। তবে কারণ দর্শানোর নোটিশে সাড়ে ১০টার কথা উল্লেখ করা হয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন মানব না বা যা করার করেন এমন কোনো কথা বলিনি। বরং প্রক্টরিয়াল বডির সদস্যরাই আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। তাঁর জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত