নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতাসহ অন্যদের বহিষ্কার না করা পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের একটি খেলায় মুখোমুখি হয় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। এ সময় রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়। এ সময় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোইজুর রহমানের জার্সির কলার ধরে টানাহ্যাঁচড়া করেন আইবিএ ছাত্রলীগের সভাপতি আবু সিনহা। এতে ওই শিক্ষকের জার্সি ছিঁড়ে যায়।
এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সময়ে ক্যাম্পাসে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ফলে সংবাদ সম্মেলন ভেস্তে যায়। তবে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে কৃষি অনুষদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আসেন। কর্মসূচিতে অংশ নেন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী।
কর্মসূচিতে বক্তব্য দেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে অভিযুক্ত ছাত্রলীগের নেতা ও আইবিএর শিক্ষার্থী আবু সিনহাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত অন্যদের শাস্তির আওতায় আনা এবং আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগের নেতা আবু সিনহা বলেন, ‘ওই শিক্ষকই প্রথমে আমাদের খেলোয়াড়দের মারধরের নির্দেশ দেন তাঁর বিভাগের শিক্ষার্থীদের। এতে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেই সংঘর্ষের ভেতর শিক্ষক ছিল কি না, আমি বুঝতে পারিনি। তবে যখন তিনি পরিচয় দেন তখন আমরা সেখান থেকে চলে আসি। এর বেশি কিছু না।’
ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা তদন্তে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল আনিসকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতাসহ অন্যদের বহিষ্কার না করা পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের একটি খেলায় মুখোমুখি হয় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। এ সময় রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়। এ সময় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোইজুর রহমানের জার্সির কলার ধরে টানাহ্যাঁচড়া করেন আইবিএ ছাত্রলীগের সভাপতি আবু সিনহা। এতে ওই শিক্ষকের জার্সি ছিঁড়ে যায়।
এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সময়ে ক্যাম্পাসে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ফলে সংবাদ সম্মেলন ভেস্তে যায়। তবে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে কৃষি অনুষদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আসেন। কর্মসূচিতে অংশ নেন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী।
কর্মসূচিতে বক্তব্য দেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে অভিযুক্ত ছাত্রলীগের নেতা ও আইবিএর শিক্ষার্থী আবু সিনহাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত অন্যদের শাস্তির আওতায় আনা এবং আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগের নেতা আবু সিনহা বলেন, ‘ওই শিক্ষকই প্রথমে আমাদের খেলোয়াড়দের মারধরের নির্দেশ দেন তাঁর বিভাগের শিক্ষার্থীদের। এতে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেই সংঘর্ষের ভেতর শিক্ষক ছিল কি না, আমি বুঝতে পারিনি। তবে যখন তিনি পরিচয় দেন তখন আমরা সেখান থেকে চলে আসি। এর বেশি কিছু না।’
ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা তদন্তে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল আনিসকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
২ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
২ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৪ ঘণ্টা আগে