Ajker Patrika

প্রাইভেটকারের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রাইভেটকারের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার চাপায় দেড় বছরের শিশু জিসান হোসেন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর উপজেলার গোপালপুর ইউনিয়নের অর্জুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের প্রবাসী শওকত আলীর ছেলে। 

শিশুটির দাদা বলেন, সন্ধ্যায় আমার আরেক নাতনি মাহি খাতুনের জন্মদিনে অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। দুপুরে জিসানসহ কয়েকজন শিশু খড়ের ভেতরে লুকানো খেলা করছিল। খেলার সময় জিসানকে খড় দিয়ে ঢেকে রাখে। মাহির নানা রফিকুল ইসলাম অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তিনি প্রাইভেট কার নিয়ে খড়ের ওপরে রাখলে চাকার নিচে পিষ্ট হয়ে জিসান মারা যায়। মুহূর্তে ম্লান হয়ে যায় জন্মদিনের অনুষ্ঠান। 

রফিকুল ইসলাম বলেন, ‘জিসান আমার নাতনি মাহির চাচাতো ভাই। আমি সব সময় জিসানকে আদর করি। সে এভাবে খড়ের নিচে ছিল বুঝতেই পারিনি।’ 

বড়াইগ্রাম থানার পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত