রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অ্যাডহক (অস্থায়ী) নিয়োগ পদ্ধতি সংস্কার এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত চারজনের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের পাশে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তাঁরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগপ্রাপ্ত চারজনের নিয়োগ বাতিল না হলে প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন, রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমানুল্লাহ খান আমান, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মারুফ ও সদস্যসচিব আল শাহরিয়ার শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফুয়াদ রাতুল ও ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। সমাবেশ সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক খন্দকার আল শাহরিয়ার।
মেহেদী হাসান মারুফ বলেন, ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা যেভাবে দেশকে বিনির্মাণ করতে চেয়েছিলাম, তা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা ভেবেছিলাম ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এ বিষয়ে সুচিন্তা রয়েছে। কিন্তু আমরা দেখলাম অভ্যুত্থান-পরবর্তী সময়ে সমন্বয়কেরা ক্রেডিট-বাণিজ্যে লিপ্ত হয়েছেন। তাঁরা একটা অংশকে একপাশে রেখে আগানোর চেষ্টা করছেন। এ ছাড়া একটি সংগঠন ও তাঁদের আশপাশের কয়েকজন অভ্যুত্থানকে পকেটে ভরার চেষ্টা চালাচ্ছেন।’
মেহেদী হাসান বলেন, ‘আমরা এত দিন চুপ ছিলাম শুধু বিভাজনের রাজনীতি চাইনি বলে। আমাদের এই নিশ্চুপ থাকায় সমন্বয়কদের বিভাগগুলোর শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন। আমরা আজ স্পস্ট জানিয়ে দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ে এমন নিয়োগ-বাণিজ্য আর চলবে না। সেই সঙ্গে সম্প্রতি অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করতে হবে।’
আমানুল্লাহ খান আমান বলেন, উপাচার্য বলেছেন যারা অ্যাডহক নিয়োগের বিরুদ্ধে কথা বলবে তারা আইন জানে না, বোঝেন না। উপাচার্যকে বলতে চাই, ‘যাঁদের বিরুদ্ধে কথা বলছেন তাঁরা আপনার ছাত্র এবং আপনার সঙ্গেই রাজপথের আন্দোলনকারী। আপনি আমাদের এ জ্ঞানকে ছোট করে দেখতে পারেন না। গণ-অভ্যুত্থানের পর যে অ্যাক্ট উপাচার্যকে ফ্যাসিস্ট বানাতে পারে, সেই অ্যাক্ট থাকার কোনো যৌক্তিকতা নেই।’
উপাচার্যের সমালোচনা করে আমানুল্লাহ আরও বলেন, ‘আপনি (উপাচার্য) একজন নির্বাহী প্রধান। আইসিটি সেন্টারে যে দুটি নিয়োগ হয়েছে, তাঁদেরকে আপনি কখনো দেখেননি বলে জানিয়েছেন। যাঁর সম্পর্কে আপনি অবগত নন, তাঁকে কীভাবে নিয়োগ দেন?’
প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আল শাহরিয়ার শুভ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অ্যাডহক নিয়োগের আইন, এটা একক ক্ষমতার কারণে উপাচার্যকে স্বেচ্ছাচারী বানায়। সম্প্রতি উপাচার্য এই আইনে চারটি নিয়োগ দিয়েছেন। এর মধ্যে দুটি নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নিয়োগ বাতিল করা না হলে প্রশাসন ভবনে আমরা তালা লাগাতে বাধ্য হব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অ্যাডহক (অস্থায়ী) নিয়োগ পদ্ধতি সংস্কার এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত চারজনের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের পাশে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তাঁরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগপ্রাপ্ত চারজনের নিয়োগ বাতিল না হলে প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন, রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমানুল্লাহ খান আমান, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মারুফ ও সদস্যসচিব আল শাহরিয়ার শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফুয়াদ রাতুল ও ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। সমাবেশ সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক খন্দকার আল শাহরিয়ার।
মেহেদী হাসান মারুফ বলেন, ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা যেভাবে দেশকে বিনির্মাণ করতে চেয়েছিলাম, তা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা ভেবেছিলাম ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এ বিষয়ে সুচিন্তা রয়েছে। কিন্তু আমরা দেখলাম অভ্যুত্থান-পরবর্তী সময়ে সমন্বয়কেরা ক্রেডিট-বাণিজ্যে লিপ্ত হয়েছেন। তাঁরা একটা অংশকে একপাশে রেখে আগানোর চেষ্টা করছেন। এ ছাড়া একটি সংগঠন ও তাঁদের আশপাশের কয়েকজন অভ্যুত্থানকে পকেটে ভরার চেষ্টা চালাচ্ছেন।’
মেহেদী হাসান বলেন, ‘আমরা এত দিন চুপ ছিলাম শুধু বিভাজনের রাজনীতি চাইনি বলে। আমাদের এই নিশ্চুপ থাকায় সমন্বয়কদের বিভাগগুলোর শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন। আমরা আজ স্পস্ট জানিয়ে দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ে এমন নিয়োগ-বাণিজ্য আর চলবে না। সেই সঙ্গে সম্প্রতি অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করতে হবে।’
আমানুল্লাহ খান আমান বলেন, উপাচার্য বলেছেন যারা অ্যাডহক নিয়োগের বিরুদ্ধে কথা বলবে তারা আইন জানে না, বোঝেন না। উপাচার্যকে বলতে চাই, ‘যাঁদের বিরুদ্ধে কথা বলছেন তাঁরা আপনার ছাত্র এবং আপনার সঙ্গেই রাজপথের আন্দোলনকারী। আপনি আমাদের এ জ্ঞানকে ছোট করে দেখতে পারেন না। গণ-অভ্যুত্থানের পর যে অ্যাক্ট উপাচার্যকে ফ্যাসিস্ট বানাতে পারে, সেই অ্যাক্ট থাকার কোনো যৌক্তিকতা নেই।’
উপাচার্যের সমালোচনা করে আমানুল্লাহ আরও বলেন, ‘আপনি (উপাচার্য) একজন নির্বাহী প্রধান। আইসিটি সেন্টারে যে দুটি নিয়োগ হয়েছে, তাঁদেরকে আপনি কখনো দেখেননি বলে জানিয়েছেন। যাঁর সম্পর্কে আপনি অবগত নন, তাঁকে কীভাবে নিয়োগ দেন?’
প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আল শাহরিয়ার শুভ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অ্যাডহক নিয়োগের আইন, এটা একক ক্ষমতার কারণে উপাচার্যকে স্বেচ্ছাচারী বানায়। সম্প্রতি উপাচার্য এই আইনে চারটি নিয়োগ দিয়েছেন। এর মধ্যে দুটি নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নিয়োগ বাতিল করা না হলে প্রশাসন ভবনে আমরা তালা লাগাতে বাধ্য হব।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৪ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩১ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে