Ajker Patrika

সিরাজগঞ্জে জুমার নামাজ পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৪, ১৮: ১৭
সিরাজগঞ্জে জুমার নামাজ পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ

জুমার নামাজ পড়তে বেরিয়ে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহিম শাহরিয়ার সাদিক নিখোঁজ রয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ শনিবার বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্কুলছাত্রের মামা মিলন বিন জামাল বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হয় ফাহিম শাহরিয়ার সাদিক। কিন্তু নামাজ শেষে সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজে তার কোনো খবর পাওয়া যায়নি। পরে সদর থানায় জিডি করা হয়েছে। পুলিশ তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, `ফাহিম শাহরিয়ার সাদিক নামের এক স্কুলছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছি। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি। বিভিন্ন থানায় মেসেজ পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত