Ajker Patrika

রক্ত দিয়ে ব্যানার লিখে রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি

রাবি প্রতিনিধি  
রক্ত দিয়ে ব্যানার লিখে শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবি জানান। ছবি: আজকের পত্রিকা
রক্ত দিয়ে ব্যানার লিখে শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবি জানান। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে এবার রক্ত দিয়ে ব্যানার লিখে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় তিনজন শিক্ষার্থী সিরিঞ্জের মাধ্যমে শরীর থেকে রক্ত বের করেন। পরে সেই রক্ত দিয়ে সাদা কাপড়ে ‘পোষ্য কোটা নিপাত যাক’ লিখে ব্যানার তৈরি করেন। সেই ব্যানারে রক্তমাখা হাতের ছাপও রাখেন তাঁরা। এ সময় শিক্ষার্থী ‘রক্ত গেছে আরও যাক, পোষ্য কোটা নিপাত যাক’, ‘মেধাবীরা মুক্তি পাক, পোষ্য কোটা নিপাত যাক’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোটা একটি মীমাংসিত বিষয়। তবুও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটার মতো একটি অনৈতিক বিষয়কে জিইয়ে রেখেছে। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের তাজা রক্তের ঘ্রাণ হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকে পৌঁছায়নি। তাই আবারও গায়ের রক্ত বের করে ব্যানার বানিয়ে প্রশাসন ভবনের সামনে টাঙিয়ে দেওয়া হবে। যাতে সেখানে ঢুকতে গেলে কর্তাব্যক্তিদেরই নাকে ভাইয়ের রক্তের ঘ্রাণ পৌঁছায়।

রক্ত দিয়ে ব্যানার লেখা শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিতে চাই আজকের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা আমরা মেনে নেব না। পোষ্য কোটার মতো একটি নিকৃষ্ট কোটা আমরা অবিলম্বে বাতিল করার দাবি জানাচ্ছি। আমরা ধারণা করছি চব্বিশের অভ্যুত্থানের শহীদ-আহত ভাইদের রক্তের গন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাকে পৌঁছাচ্ছে না। তাই আজকে আমরা রক্ত সংহতি জানাচ্ছি।’

এর আগে রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন, বিতর্ক, কোটার প্রতীকী কবর রচনা এবং আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তবে কোটা সংস্কারে রিভিউ কমিটি গঠন করলেও এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত