Ajker Patrika

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে রাবি শিক্ষকের নীরব পদযাত্রা

রাবি প্রতিনিধি
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে রাবি শিক্ষকের নীরব পদযাত্রা

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে এবং ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নীরব পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এ সময় অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে সংহতি জানিয়ে বিভাগের শিক্ষার্থী সজল শেখর কুণ্ড, রাজিবুল আলম, নিরব মামুন, নাঈম মাহমুদ, ফিরোজ আনাম প্রমুখ অংশ নেন।

নীরব পদযাত্রার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ যদি চলমান থাকে, তাহলে প্রচুর মানুষ ক্ষুধায় মারা যাবে। একজন বিবেকবান মানুষ হিসেবে আমি মনে করি যুদ্ধ এড়িয়ে চলা উচিত। পৃথিবীর সব ডিকশনারি থেকে ‘যুদ্ধ’ শব্দটা মুছে ফেলা উচিত। আমরা শান্তি চাই, একটি সুন্দর পৃথিবী চাই।’

অধ্যাপক ফরিদ উদ্দিন খান আরও বলেন, ‘শুধুমাত্র ইউক্রেন না, সারা বিশ্বে যে যুদ্ধ হচ্ছে তার প্রতিবাদস্বরূপ আজকের কর্মসূচিতে দাঁড়িয়েছি। আমরা চাই অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হোক। কারণ এই যুদ্ধে প্রচুর ‘সিভিলিয়ান’ আক্রান্ত হচ্ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরাও আক্রান্ত হচ্ছে। ইউক্রেনবাসীর জন্য দুঃখ প্রকাশ করছি এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

এর আগে গতকাল সোমবার রাতে তিনি নিজের ফেসবুক টাইমলাইনে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রতিবাদ জানিয়ে নীরব প্রতিবাদ করার কথা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত