Ajker Patrika

বড়াইগ্রামে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৪৭
বড়াইগ্রামে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা রওশনারা বেগম (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়েন-লক্ষ্মীকোল সড়কের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রওশনারা বেগম উপজেলার জালরা গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী এবং সাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘আজ সকালে নিজ বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার জন্য মোটরসাইকেলে করে রওনা দেন স্কুলশিক্ষিকা রওশনারা বেগম। পথে কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান রওশনারা বেগম। অন্যদিকে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত