Ajker Patrika

রাবির ৩ শিক্ষার্থীকে বহিরাগতের মারধর

রাজশাহী প্রতিনিধি
রাবির ৩ শিক্ষার্থীকে বহিরাগতের মারধর

ক্যাম্পাসের ভেতর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে মারধর করেছেন বহিরাগতরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠের সামনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী আহত হন। 

মারধর করে পালানোর সময় ঘটনাস্থল থেকে এক বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডি। পরে গভীর রাতে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

এ ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, মাসুম পারভেজ শান্ত, রাকিবুল হাসান সৌরভ, হাসিবুল হাসান শুভ। তারা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে হাসিবুলের পায়ের গোড়ালিতে জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আটক মো. রফিকুল ইসলাম আলী নগরীর ডাশমারী স্কুল মোড়ের বাসিন্দা। বাইরে থেকে ক্যাম্পাসে এসে অশালীন কার্যকলাপ করার প্রতিবাদ করায় তিন শিক্ষার্থীর ওপর হামলা করা হয় বলে জানা গেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনার শুরুর দিকে শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দেয়। আমরা অভিযোগপত্রটি থানায় পাঠিয়েছিলাম। তবে এই ব্যাপারটি নিয়ে যেন বেশি ঝামেলা না হয় সে জন্য আমরা বিষয়টিকে মীমাংসা করেছি। পরে আটক রফিকুলের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত